1. nannunews7@gmail.com : admin :
April 24, 2025, 6:14 pm

‘হোয়াইট লোটাস’ সিরিজে থাইল্যান্ড, পর্যটকের ভিড়ে চালু হচ্ছে ‘অ্যারাইভাল কার্ড’

  • প্রকাশিত সময় Thursday, April 24, 2025
  • 3 বার পড়া হয়েছে

এনএনবি : থাইল্যান্ডে বেড়াতে যেতে হলে বিদেশি পর্যটকদের পূরণ করতে হবে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’; এ নিয়ম চালু হচ্ছে আগামী ১ মে থেকে।
বিমান, সমুদ্রপথ বা স্থলপথ- যেভাবেই দেশটিতে প্রবেশ করুন না কেন, নতুন এই ডিজিটাল ফর্ম আগেই অনলাইনে পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
সাউথ চায়না মরনিং পোস্ট জানিয়েছে, ২০২২ সালে বাতিল হওয়া টিএম সিক্স অ্যারাইভাল ফর্মের আধুনিক সংস্করণ হিসেবে এই ডিজিটাল কার্ড ফিরিয়ে আনা হচ্ছে।
থাই অভিবাসন কর্তৃপক্ষ বলছে, নতুন এই ব্যবস্থায় ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। পাশাপাশি রোগনিয়ন্ত্রণ বিভাগ এবং দূতাবাসগুলোর সঙ্গে তথ্য সমন্বয়ও হবে দ্রুত।
এই ফরমে ভ্রমণকারীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের সময়কাল এবং থাকার জায়গার বিবরণ দেওয়া বাধ্যতামূলক।
চলতি বছর পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করছে থাই কর্তৃপক্ষ। এর পেছনে বড় ভূমিকা রেখেছে এইচবিওর জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মৌসুম, যার শুটিং হয়েছে থাইল্যান্ডের এক বিলাসবহুল রিসোর্টে।
এই সিরিজের আগের দুই মৌসুম হাওয়াই ও ইতালিতে ধারণ করা হয়েছিল। এরপর ওই দুই জায়গায় পর্যটকের সংখ্যা ২০ শতাংশ বেড়েছিল, আর মাউইয়ের ফোর সিজনস রিসোর্টে বুকিংয়ের খোঁজ খবর ৪০০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
থাইল্যান্ড ট্যুরিজম অথরিটির নিউ ইয়র্ক অফিসের পরিচালক চম্পু মারুসাচট বলছেন, একই ধরনের সাড়া তারা থাইল্যান্ডেও আশা করছেন।
এই প্রবণতাকে কাজে লাগাতে এরইমধ্যে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি চালু করেছে ‘সেটজেটারস’ নামের একটি ওয়েবসাইট, যারা সিনেমা বা টিভি সিরিজ দেখে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ করতে আগ্রহী পর্যটকদের নিয়ে কাজ করে।
ফোর্বসের এক প্রতিবেদন বলছে, ‘হোয়াইট লোটাস’-এর থাইল্যান্ড সিজনের ঘোষণা আসার পরপরই এক্সপেডিয়া ও হোটেলস ডটকমের মত ভ্রমণ প্ল্যাটফর্মে কোহ সামুই, ফুকেট এবং ব্যাংককের মত জায়গা নিয়ে সার্চ কয়েক গুণ বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640