1. nannunews7@gmail.com : admin :
April 24, 2025, 6:30 pm

সাংবাদিক ও গৃহপরিচারিকার বিরুদ্ধে এবার পরীমনির মামলা

  • প্রকাশিত সময় Thursday, April 24, 2025
  • 3 বার পড়া হয়েছে

‘বিনোদন প্রতিবেদক ॥ডিজিটাল মাধ্যম ব্যবহার করে’ মানহানির অভিযোগে এবার সাংবাদিক এবং সেই গৃহপরিচারিকাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলা করেন তিনি।
আদালত পরীমনির জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানর ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামি ৮ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় পরীমনির গৃহপরিচারিকা পিংকি আক্তার, অনলাইন নিউজ পোর্টাল সকল খবরের স্বত্ত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েব সাইট পিপল নিউজ এবং অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল খবরকে আসামি করা হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন।
মামলায় অভিযোগে বলা হয়েছে, “আসামিরা বিভিন্ন মিথ্যা, মানহানিকর সংবাদ অপপ্রচার করে পরীমনিকে হেয় প্রতিপন্ন করে আসছেন। পিংকি আক্তার গত ৫ মে ‘কাদের এজেন্সির’ মাধ্যমে পরীমনির সন্তানদের দেখাশোনার জন্য যোগদান করেন। গত ২৭ মার্চ ২০ হাজার টাকাও নেয় পিংকি আক্তার। ২ এপ্রিল পিংকি আক্তার পরীমনির বাসা থেকে চলে যান। এরপর থেকে পরীমনির বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট এবং অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করে আসছে।
“পিংকি আক্তারের উদ্দেশ্যমূলক দেওয়া সাক্ষাৎকারের কারণে এবং অন্যান্য আসামিদের তা ফলাও করে প্রচার করার কারনণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং পরীমনি সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন। আসামিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসুদপায় অবলম্বন করে পরীমনির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, ভুয়া ও অশ্লীল কথাবার্তা বলে। কুৎসামূলক ভিডিও তৈরি করে ৬ এপ্রিল প্রচার করে।“
এর আগে মঙ্গলবার পিংকি আক্তার বাদী হয়ে পরীমনিসহ দ্ইুজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় পরীমনির সাথে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ (২৮) নামের এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
পিংকি আক্তার নেত্রকোণো জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।
পিংকি আক্তার অভিযোগ করেছেন, কাদের এজেন্সি নামের প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের মার্চে তিনি পরীমনির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নিতে তাকে নিয়োগ দেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো।
এছাড়াও দিনে-রাতে বাসার রান্নার কাজও করতে হতো বলে অভিযোগ করেছেন তিনি।
মামলা অভিযোগ করা হয়েছে, “গত ২ এপ্রিল দুপুর ১টার দিকে পরীমনি তার মেকআপ রুমে গিয়ে মাদক গ্রহণ করেন। পরে বাচ্চার রুমে এসে পিংকি আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ কেন করছেন, জানতে চাইলে পরীমনি বলেন ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি। পিংকা বলেন, বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি।”
এসময় পরীমনি ক্ষিপ্ত হয়ে মাথায়, মুখে ও চোখে এলোপাতাড়িভাবে চড়-থাপ্পর মারলে একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে অভিযোগ করেছেন পিংকি আক্তার।
সে সময় সৌরভও সেখানে উপস্থিত ছিলেন দাবি করে মামলায় অভিযোগ করা হয়েছে, সৌরভ পিংকিকে নির্যাতনের জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন সে সময়।
এতে আরও বলা হয়েছে, পরে পিংকি ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় পিংকি আক্তার ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় আদালতে মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করেছেন।
গত ৪ এপ্রিল ভাটারা থানায় গিয়ে পিংকি অভিযোগ করেন, বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি তাকে মারধর করেছেন।
অভিযোগ খতিয়ে দেওয়ার কথা সেদিন বলেছিলেন ভাটার ওসি মো. মাজহারুল ইসলাম।
ওইদিন মধ্যরাতে ফেইসবুক লাইভে এসে পরীমনি তার বিরুদ্ধে ওঠা গৃহকর্মীকে মারধরের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলেন।
হাতে ‘প্রমাণ থাকায়’ সমস্ত অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার কথাও বলেছিলেন তিনি।
সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ায় ‘ক্ষুব্ধ’ পরীমনি সংবাদমাধ্যমকর্মীদের উদ্দেশে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের তাগিদ দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640