শহর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বৃটিশ আমেরিকান টোবাকো বিএটি’র শ্রমিক অসন্তোষ দুরীকরণে শ্রমিকদের দাবি মেনে নেয়ার নির্ধারিত সময় পার হলেও সরকারী নির্দেশন না মানায় মৌসুমি শ্রমিকরা কর্মবিরতীসহ কারখানার প্রধান ফটকের সামনে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার সকাল ৮টায় কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের চৌড়হাস এলাকায় ব্যাটের কারখানা ঘেরাও করে শ্রমিকদের এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ সময় মৌসুমী শ্রমিক সাব্বির আহমেদ বলেন, ইতোপূর্বে এই প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কাজ করেছে তাদের জন্য শ্রম আইন ও বিধিমতে প্রদেয় সকল সুবিধা কোম্পানী নিশ্চিত করলেও এখন আর সেটা মানছে কর্তৃপক্ষ। একটা স্বাধীন দেশের ভু-খন্ডে কারখানা পরিচালনা করবেন আর দেশের আইন-কানুন ও সরকারী নিয়মনীতি মানবেন না সেটা কি করে হয় ? ঘটনার সত্যতা নিশ্চিত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার শ্রম পরিদর্শক মুনছুর বিল্লাল জানান, মন্ত্রনালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সমন্বিত সভা থেকে গৃহীত সিদ্ধান্ত মেনে শ্রমিক অসন্তোষ দুরীকরণে ব্যাটকে যে সময় বেধে দেয়া হয়েছিলো, কর্তৃপক্ষ সেটা না মানার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ব্যাট কুষ্টিয়াস্থ কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা কথা বলেননি।
Leave a Reply