মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। মিরপুর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের যে সকল কাঁচা রাস্তা সম্প্রতি মাটি দ্বারা সংস্কার করা হয়েছে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো উন্নয়ন এবং সীমানা প্রাচীরের উন্নয়ন কাজ করা হয়েছে তা গতকাল বুধবার দুপুরে তিনি সরোজমিনে পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান ও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি উন্নয়ন কাজ পরিদর্শন করে ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করে তা প্রশস্তকরণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীদের নির্দেশ প্রদান করে বলেন ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে যে কোনো উন্নয়ন কাজের পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
Leave a Reply