1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 12:28 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

বিশ্বের সবচেয়ে দূষিত শহর আসাম-মেঘালয়ের বার্নিহাট

  • প্রকাশিত সময় Tuesday, April 22, 2025
  • 78 বার পড়া হয়েছে

এনএনবি : সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ারের করা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে আছে ভারতের আসাম-মেঘালয় সীমান্তের বার্নিহাট।
পরিবেশ দূষণের কারণে শ্বাসকষ্ট, চোখে চুলকানি এবং ত্বকের সমস্যায় ভুগছেন এই শহরের হাজার হাজার মানুষ।
শিল্প কারখানায় ছাওয়া এই ছোট শহরের দুই বছর বয়সী বাসিন্দা সুমাইয়া আনসারি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভূগছিল। মার্চে তাকে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন দিতে হয়েছিল। দুই দিন হাসপাতালে থাকার পর সে ছাড়া পায় বলে জানিয়েছে রয়টার্স।
সে এই শহরের অনেক বাসিন্দার মতো এমন অসুখে ভুগছে যাকে উচ্চমাত্রার দূষণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন চিকিৎসকরা। উচ্চমাত্রার দূষণে দূষিত হলেও আসাম ও মেঘালয়, এই দুই রাজ্যে ছড়ানো শহরটি এর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
২০২৪ সালে বার্নিহাটের বাতাসে বার্ষিক গড় পিএম২.৫ ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১২৮ দশমিক ২ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার ২৫ গুণেরও বেশি, বলে জানিয়েছে আইকিউএয়ার।
পিএম২.৫ হলো অতি সূক্ষ্ম ২ দশমিক ৫ মাইক্রেণ আকারের কণা, যা শ্বাসনালীতে ঢুকে হৃদরোগসহ নানা প্রাণঘাতী রোগের জন্ম দিতে পারে।
সুমাইয়ার বাবা আবদুল হালিম আনসারি বলেন, “খুব ভয়ংকর ছিল মুহূর্তটা, সে যেন মাছের মতো করে নিঃশ্বাস নিচ্ছিল।”
সরকারি তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে ২০২২ সালে শ্বাসতন্ত্রের সংক্রমণের রোগী ছিল ২ হাজার ৮২ জন, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৮১ জনে।
বার্নিহাট প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জে মারাক বলেন, “প্রতিদিন যে রোগীরা আসে, তাদের ৯০ শতাংশই কাশি বা শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিষাক্ত বাতাস শুধু শ্বাসতন্ত্রে নয়, ত্বকে চুলকানি, চোখ জ্বালা, ফসলের ক্ষতি করা থেকে শুরু করে এমনকি রোদে জামাকাপড় শুকানোও সীমাবদ্ধ করে দিয়েছে।
স্থানীয় কৃষক দিলদার হুসেইন বলেন, “সবকিছু ধুলা আর কালো ছাইয়ে ভরা।”
সমালোচকরা বলছেন, বার্নিহাটের এই বিপর্যয় শুধু দিল্লির মতো বড় বড় শহর নয়, দেশের ছোট ছোট শহরেও অবাধ শিল্পায়নের ফলে পরিবেশ দূষণ কীভাবে চরমে পৌঁছাচ্ছে তারই প্রতিফলন।
ভারতের অন্য অংশে যেখানে প্রতি শীতকালে দূষণ বাড়ে, বার্নিহাটে তা বছরের সব সময়ই বিপজ্জনক মাত্রায় থাকে বলে সরকারি তথ্যে দেখা গেছে।
অত্যন্ত দূষণকারী প্রায় ৮০টি শিল্পকারখানা, ভারী যানবাহনের নির্গমন আর নগরীটির বিশেষ বাটি আকৃতির প্রাকৃতিক বিন্যাস মিলে সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে।
আসামের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান অরূপ কুমার মিশ্র বলেন, “মেঘালয়ের পাহাড়ি অঞ্চল ও আসামের সমতলের মাঝে আটকে থাকা এই উপত্যকা থেকে দূষণ কোথাও ছড়িয়ে পড়তে পারে না।”
বার্নিহাটের অবস্থান দুই রাজ্যের সীমান্তে হওয়ায় সমস্যার সমাধান করাও কঠিন হয়ে পড়েছে। এক রাজ্য অন্যটির ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেন মেঘালয় সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
মার্চে আইকিউ এয়ারের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বার্নিহাটের দূষণের বিরুদ্ধে লড়াই করতে যৌথ কমিটি করে একত্রে কাজ করতে সম্মত হয়েছে আসাম ও মেঘালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640