এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইয়েমেনের হুতিদের ওপর মার্চে চালানো হামলার বিস্তারিত তথ্য এমন একটি ম্যাসেজ গ্রুপে শেয়ার করেছেন যেখানে তার স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবীও যুক্ত আছেন; ঘটনার বিষয়ে জ্ঞাত এক ব্যক্তি রোববার রয়টার্সকে একথা জানিয়েছেন।
এর আগেও ইরানসমর্থিত হুতিদের ওপর গোপনীয়তার চাদরে ঢেকে রাখা এক অভিযান শুরুর দুই ঘণ্টা আগে পেন্টাগন প্রধান হেগসেথ সশস্ত্র গোষ্ঠীটির গুরুত্বপূর্ণ এক নেতাকে হত্যা পরিকল্পনার তথ্য বাণিজ্যিক ম্যাসেজিং অ্যাপ সিগনালের এক গ্রুপে জানিয়ে দিয়েছিলেন। এই গ্রুপটিতে মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকের প্রধান সম্পাদকও যুক্ত ছিলেন, যার সূত্রে এ সাংবাদিকের কাছে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন শীর্ষ কর্তাদের আলাপ ফাঁস হয়ে যায়।
এবার দ্বিতীয় সিগনাল চ্যাটের বিষয়টি প্রকাশ পাওয়ার পর গোপনীয় নয় এমন ম্যাসেজিং অ্যাপে হেগসেথের অত্যন্ত স্পর্শকাতর নিরাপত্তা তথ্যের বিস্তারিত শেয়ার করার বিষয়ে আরও প্রশ্ন উঠেছে। অভ্যন্তরীণ তথ্য ফাঁসের এক ঘটনার তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে পেন্টাগন থেকে বেশ কয়েকজন ঊধ্র্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, এই সময়টিতেই প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ উঠল।
গত মাসে আটলান্টিক সাময়িকীর ফাঁস করা আলাপচারিতার মতোই এবারও হেগসেথ ইয়েমেনে হামলার বিস্তারিত শেয়ার করেছেন। আগের ঘটনায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সর্বজ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সবাই জড়িয়ে পড়েছিলেন আর তা বিব্রতকর পরিস্থিতির সূচনা করেছিল।
দ্বিতীয় চ্যাটের বিষয়ে জ্ঞাত ব্যক্তি পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, সিগনাল অ্যাপের এই চ্যাট গ্রুপে প্রায় এক ডজন মানুষ যুক্ত আছেন আর এটি হেগসেথের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার সময় প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার জন্য তৈরি করা হয়েছি, সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য নয়।
এই ব্যক্তি জানান, চ্যাটে ইয়েমেনে বিমান হামলা চালানোর বিস্তারিত সূচী যুক্ত করা হয়।
রয়টার্স জানিয়েছে, পেন্টাগনের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেখা গেছে হেগসেথের স্ত্রী জেনিফার (ফক্সের সাবেক সংবাদ প্রযোজক) বিদেশি সামরিক কর্মকর্তাদের সঙ্গে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে উপস্থিত থাকছেন।
মার্চে এ ধরনের এক বৈঠকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন হেগসেথ, সেখানে তার পেছনে তার স্ত্রীকে বসে থাকতে দেখা গেছে।
হেগসেথের ভাই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির হয়ে পেন্টাগনের সঙ্গে নিরাপত্তা যোগাযোগ বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
ট্রাম্প প্রশাসন অগ্রাসীভাবে তথ্য ফাঁসের বিষয়গুলো খতিয়ে দেখছে আর এ প্রচেষ্টাকে হেগসেথ পেন্টাগনে অত্যন্ত উৎসাহের সঙ্গে নিয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক্স এ এক পোস্টে কোনো প্রমাণ ছাড়াই বলেছেন, “গণমাধ্যম তাদের প্রতিবেদনের একমাত্র উৎস হিসেবে অসন্তুষ্ট সাবেক কর্মীদের অভিযোগগুলোকে উৎসাহের সঙ্গে গ্রহণ করছে।”
‘ট্রাম্প বিরোধী’ গণমাধ্যম ট্রাম্পের কর্মসূচীগুলোর প্রতি ‘প্রতিশ্রুতিবদ্ধদের ধ্বংস করার চেষ্টা’ করছে বলে অভিযোগ করেন তিনি।
হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি বলেছেন, “সম্প্রতি বরখাস্ত হওয়া তথ্য ফাঁসকারীরা তাদের আহত অহংকে সান্ত¡না দিতে এবং প্রেসিডেন্টের কর্মসূচীগুলোকে অবমূল্যায়ন করতে সত্যকে ভুলভাবে উপস্থাপন করে চলেছে।”
কিন্তু বিরোধী ডেমোক্র্যাট আইনপ্রণেতারারা বলেছেন, হেগসেথ আর তার পদে থাকতে পারেন না।
মার্কিন সেনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার এক্স এ এক পোস্টে বলেছেন, “পিট হেগসেথ কীভাবে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন তা শিখতে আছি আমরা, কিন্তু তাকে চাকরিচ্যুত করার বিষয়ে ট্রাম্প এখনো অনেক দুর্বল। পিট হেগসেথকে অবশ্যই বরখাস্ত করতে হবে।”
ইরাক যুদ্ধে মারাত্মকভাবে আহত হওয়া ডেমোক্র্যাট সেনেটর ট্যামি ডাকওয়ার্থ বলেছেন, “হেগসেথের অসম্মানের মধ্য দিয়ে পদত্যাগ করা উচিত।”
পেন্টাগনের এক কর্মকর্তা প্রশ্ন তুলে বলেছেন, সর্বশেষ এ খবরের পর হেগসেথ কীভাবে তার চাকরি ধরে রাখতে পারেন।
Leave a Reply