দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী,জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ যোদ্ধা,প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যায় জরিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে দৌলতপুর অনার্স কলেজ চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দৌলতপুর উপজেলা ছাত্রদল নেতা র্খালিদ হাসান আরজুর সভাপতিত্বে দৌলতপুর কলেজ ছাত্রদলের আহবায়ক মিরন হাসান আলামিন,সদস্য সচিব মুভিরুল ইসলামসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। এসময় ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত সময়ে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত না করা হলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ার দেন বক্তারা।
Leave a Reply