ক্রীড়া প্রতিবেদক ॥ প্রথম ইনিংসে ব্যাটিং মোটেও ভালো হয়নি। টেস্ট ব্যাটিং বলতে যা বোঝায় আরকি। ধৈর্য, মেধা ও গুণকে কাজে লাগিয়ে ভালো বলকে সমীহ, অফস্টাম্পের বাইরের বলকে ছেড়ে দেওয়া আর আলগা বলগুলোকে সীমানার ওপারে পাঠানোর চেষ্টা না করে মনগড়া শট খেলার চড়া মাশুল গুনেছেন টাইগার ব্যাটাররা। গুটিয়ে গেছেন মাত্র ১৯১ রানে।
জিম্বাবুয়ের বিপক্ষে যৎসামান্য স্কোর নিয়ে ৮২ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। এখনো পিছিয়ে ২৫ রানে। হাতে ৯ উইকেট।
এখান থেকে কতদূর যেতে পারে বাংলাদেশ? সামনে খেলা বাকি আরও ৩ দিন। এ দীর্ঘ সময় ম্যাচে টিকে থাকা বা ম্যাচ বাঁচানো কি সম্ভব? সিলেট টেস্টে পরাজয় এড়িয়ে ড্র করতে পারবে নাজমুল হোসেন শান্তর দল? সোমবার দ্বিতীয় দিন শেষে এসব প্রশ্নই উঁকি দিচ্ছে সবার মনে।
দুইদিন পুরো খেলা না গড়াতেই দুই ইনিংস শেষ হয়ে গেছে। সামনের তিন দিনে আর বাকি দুই ইনিংস। এর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসও শুরু করে দিয়েছে। শেষ ঘণ্টায় প্রায় ১০ ওভার খেলেও ফেলেছেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। আগামীকাল মঙ্গলবার তাদের ৪৪ রানের জুটিটা বড় হলেই দুর্যোগ কেটে যাবে। বাংলাদেশ জয়ের স্বপ্নও দেখতে পারে।
এমন হতশ্রী ব্যাটিং আর পিছিয়ে পড়ার পরও বাংলাদেশের জয়ের কথা শুনে অবাক হচ্ছেন? নাহ, এখানে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ কিন্তু এ ম্যাচ জিততে পারে। সেটি কীভাবে?
বাংলাদেশ প্রথম ইনিংসে একদমই ভালো ব্যাটিং করেনি। পুরো ইনিংসে একটি জুটি হয়েছে, ৬৬ রানের। যা গড়েছেন অধিনায়ক নাজমুল শান্ত (৪০) ও মুমিনুল (৫৬)। এ দুজনের বাইরে প্রথম ইনিংসে রান করেছেন কেবল উইকেটরক্ষক কাম মিডলঅর্ডার জাকের আলী অনিক (২৮)।
এছাড়া ওপেনার সাদমান ইসলাম (১২) মাহমুদুল হাসান জয় (১৪), মুশফিকুর রহিম (৪), মেহেদী হাসান মিরাজ (১) ব্যর্থতার মিছিলে অংশ নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসেও শুরু ভালো হয়নি। ওপেনার সাদমান ফিরে গেছেন মাত্র ৪ রানে। তবে আরেক ওপেনার জয় ( ৪২ বলে ৬ বাউন্ডারিতে ২৮) আর অভিজ্ঞ মুমিনুল (২৬ বলে ৩ বাউন্ডারিতে ১৫) উইকেট আগলে রেখে দ্বিতীয় দিনের শেষ ঘণ্টা কাটিয়ে দিয়েছেন।
এরই মধ্যে ৪৪ রানের জুটি গড়ে উঠেছে। হাতে আছে ৯ উইকেট। মঙ্গলবার তৃতীয় দিন বাংলাদেশের সামনে আছে প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সুযোগ।
সেটা কত? শেষ ইনিংসে কত রানের লক্ষ্য দিলে জিম্বাবুয়েকে হারানো সম্ভব? এই প্রশ্নের যথাযথ ও নিশ্চিত জবাব দিতে পারবেন না কেউই। তবে একটা অনুমান করাই যায়।
প্রথম দিনের পড়ন্ত বিকেলে বাংলাদেশের বোলিং ভালো হয়নি একদমই। তাই রোববার বিনা উইকেটে ৬৭ রান তুলে ফেলেছিল জিম্বাবুয়ে। কিন্তু আজ সোমবার বাকি ২০৬ রান যোগ করে ১০ উইকেট হারিয়েছে ক্রেইগ আরভিনের দল। মানে, শুরুতে চেপে ধরতে পারলে জিম্বাবুয়েকে দুইশর আশপাশে বেঁধে ফেলা যেতো। সেটি হলে ৩০-৪০ রানের লিডও হতো বাংলাদেশের।
বোঝা যাচ্ছে, জিম্বাবুয়ান টপঅর্ডারে ঝাঁকুনি দিতে পারলে কম রানে ইনিংস মুড়িয়ে দেওয়া সম্ভব। তার চেয়ে বড় কথা, দ্বিতীয় দিন শেষ সেশনেই অফস্পিনার মেহেদী হাসান মিরাজের ভেলকিতে ৯৬ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ানরা। মানে, টাইগার স্পিনাররা আগের মতো এখনো জিম্বাবুয়ানদের কাছে ‘মূর্তিমান আতঙ্ক।’
সেটাই আশার আলো। অন্তত ২৫০ রানের লিড নিতে পারলে জিম্বাবুয়ানদের কঠিন পরীক্ষায় ফেলে দেওয়া যাবে। জয়, মুমিনুল, শান্ত, মুশফিক, জাকের আলী ও মিরাজরা যদি দাঁতে দাঁত চেপে আগামীকাল সারাদিন উইকেটে কাটিয়ে তা করতে পারেন, তাহলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে। চতুর্থ দিনের উইকেটে বল ঘুরবে। মিরাজের সঙ্গে তাইজুলকে খেলাও কঠিন হবে সফরকারীদের।
কাজেই দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ যদি আরও পৌনে ৩০০ রান করতে পারে, তাহলে জিম্বাবুয়ে উল্টো চাপে পড়ে যাবে।
ভুলে গেলে চলবে না দলটা কিন্তু জিম্বাবুয়ে। তাদের দলে এমন কোনো বোলার নেই, যার গতি, সুইং ও বাউন্স বেসামাল করতে পারে স্বাগতিক ব্যাটারদের।
আসল কথা হলো- নিজেদের সামর্থ্যের সেরাটুকু উপহার দেওয়া। শান্ত, মুমিনুল, মুশফিক, মিরাজ ও জাকের আলী অনিকরা এর চেয়ে কঠিন বোলিং শক্তির বিপক্ষেও দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় লড়াই করে ম্যাচে ফিরেছেন, জিতেছেনও। বেশি না, ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টেও লড়িয়ে জয় আশার প্রতিক হয়ে আছে। তাই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ভালো হলেই সম্ভাবনা থাকবে।
আশা করা যায়, চতুর্থ দিনে উইকেট একটু হলেও ভাঙবে। তখন মিরাজ ও তাইজুল নিশ্চিতভাবেই উইকেট থেকে সাহায্য পাবেন। ওই দুই স্পিনার দুই দিক থেকে চেপে ধরলে জিম্বাবুয়ানদের স্বাচ্ছন্দে খেলাই হবে দায়। বাংলাদেশের জেতার সম্ভাবনাই থাকবে বেশি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
Leave a Reply