বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির মোঃ আব্দুল আলীম (৩৫)। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার রাধিকাগঞ্জ গ্রামে। গত রাত ১০টা ৪৫ মিনিটে কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের হাড়গাড়ি-টু-কুমারী পাঁকা সড়কের পাশে জনৈক উজ্জল হোসেনের বাঁশবাগানের গর্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ দেশীয় তৈরি ওয়ান শাটার গান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী শামসুল আলম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-৩৯, তারিখ-২০/০৪/২০২৫, ধারা-১৯এ/১৯(চ) অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন,“অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ বিশেষ অভিযানে আমরা সফলভাবে একটি ওয়ান শাটারগান ও একটি চাইনিজ কুড়ালসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
Leave a Reply