1. nannunews7@gmail.com : admin :
April 19, 2025, 6:57 am
শিরোনাম :
ঢাকা-ইসলামাবাদ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার কুষ্টিয়ায় গৃহায়ন অফিসের কর্মকর্তা তাসলিমা জান্নাত আরজুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের ভেড়ামারায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হলো অটোযাত্রী দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ফজু কবিরাজ আটক তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার কুষ্টিয়া উজানগ্রামে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত, স্বামী হাসপাতালে ভেড়ামারায় বিএনপি নেতা মহসিন রেজার জানাজার নামাজ অনুষ্ঠিত ঢাকা-ইসলামাবাদ বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার চলতি অর্থবছরের জুলাই-মার্চ তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১০.৮৪ শতাংশ

শসা

  • প্রকাশিত সময় Thursday, April 17, 2025
  • 3 বার পড়া হয়েছে

কৃষি প্রতিবেদক ॥

শসা বাংলাদেশের প্রধান ও জনপ্রিয় সবজি সমূহের মধ্যে অন্যতম। শসা প্রধানত সালাত ও সবজি হিসেবে খাওয়া হয়। শসার প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য অংশে ৯৬% জলীয় অংশ, ০.৬ গ্রাম আমিষ, ২.৬ গ্রাম শ্বেতসার, ১৮ মিঃ গ্রাম ক্যালসিয়াম, ০.২ মিঃ গ্রাম লৌহ, ক্যারোটিন ৪০ মাইক্রোগ্রাম, খাদ্যপ্রাণ সি ১০ মিঃ গ্রাম রয়েছে।
 
মাটি ও জলবায়ু
উর্বর দো-আঁশ মাটি ও অম্লক্ষারত্ব ৫-৫-৬.৮ শসা উৎপাদনের জন্য উপযোগী। ২৫-৩০ সেঃ গড় তাপমাত্রায় শসা সবচেয়ে ভাল জন্মে।
জাত
  • বর্তমানে বাংলাদেশে বেশকিছু জাতের শসার চাষ হচ্ছে এর মধ্যে বিদেশী জাতের অধিকাংশই হাইব্রিড।
  • বিএডিসি ২টি স্থানীয় জাত উৎপাদন করে থাকে বারোমাসি ও পটিয়া জায়ান্ট নামে।
  • এছাড়াও বাংলাদেশী কয়েকটি বেসরকারী সবজি বীজ উৎপাদন প্রতিষ্ঠান ইতিমধ্যেই অনেকগুলো  বিশুদ্ধ জাত(op) ও হাইব্রিড (সংকর জাত) শসার জাত বাজার জাত করেছে।
  • স্থানীয়ভাবে গ্রীন কিং, শিলা, আলাভী, বীরশ্রেষ্ঠ, শীতল, হিমেল, গ্রীন ফিল্ড, সানটং-৪, পান্ডা, ভেনাস, মাতসুরি, বাশখালী, মধুমতি, নওগা গ্রীন, লাকি-৭ ইত্যাদি জাত চাষ করা হয়।
 
জীবন কাল
সাধারণত জাত ভেদে ৭৫ থেকে ১২০ দিন পর্যন্ত হতে পারে।
বীজ বপনের সময়
ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শসার বীজ বপন করা ভাল।
 
চারা উৎপাদন
নার্সারী বা বীজ তলায় চার তৈরী করে জমিতে লাগানো উত্তম। এক্ষেত্রে ৫০ঃ৫০ অনুপাতে পচা গোবর বা কম্পোষ্ট ও মাটি একত্রে মিশিয়ে ৬x৮ ইঞ্চি সাইজের পলিইথিলিয়ানের ব্যাগে ভরতে হবে। প্রতি ব্যাগে ২টি করে বীজ বপন করতে হবে।
সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি

সারের
নাম
মোটপরিমাণ
(হেক্টরপ্রতি)
মোটপরিমাণ (শতাংশপ্রতি) জমিতৈরির সময়(শতাংশপ্রতি) চারা রোপণের ৫-৬দিনপূর্বে চারারোপণের ১০-১৫
দিন পর
ফুল
আসার
পর
চারারোপনের ৫০-৫৫
দিন পর
ফল ধরার সময়(২বার১৫ দিনঅন্তর)
পঁচাগোবর ১৫ টন ৬০ কেজি ৩০ কেজি ২ কেজি
টিএসপি ১৫০কেজি ৬০০ গ্রাম ২০০ গ্রাম ১২ গ্রাম ৫ গ্রাম
ইউরিয়া ১৭৫ কেজি ৭০০ গ্রাম ১০০ গ্রাম ১০ গ্রাম ৫ গ্রাম ১৫গ্রাম ১৫ গ্রাম ৫+৫ গ্রাম   ১০+১০ গ্রাম
এমপি ১৭৫ কেজি ৭০০ গ্রাম ২০০ গ্রাম ২০ গ্রাম
জিপসাম ১০০ কেজি ৪০০ গ্রাম ৪০০ গ্রাম
দস্তাসার ১২ কেজি ৫০ গ্রাম ৫০ গ্রাম
বোরাক্স ১০ কেজি ৪০ গ্রাম ৪০ গ্রাম
চারা রোপণ
চারার বয়স ১৬-২০ দিন হলে পলিব্যাগ সরিয়ে মাদায় চারা রোপণ করতে হবে। প্রতি ব্যাগে ২টি চারা থাকলে মাঠে লাগানোর ৬-৭ দিন পর অপেক্ষাকৃত দুর্বল চারাটি তুলে প্রতি মাদায় ১ টি করে চারা রাখতে হবে।
রোপণের দূরত্ব ১.৫x১.৫মিঃ
বাউনি দেওয়া
তারের নেট অথবা সুতলী অথবা বাশের কঞ্চির সাহায্যে বাউনি দিতে হবে। বাউনি/মাচা নিকাশ নালার উভয় পাশের ২ বেড বরাবর ১টি দিলে চলবে।
 
ফসল তোলা
শসার জাত ভেদে বীজ বোনার ৪৫-৬০ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়।
ফলন
হেক্টর প্রতি ১০-২০ টন শসা সংগ্রহ করা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640