এনএনবি : বিশ্ব জুড়ে ভবিষ্যতে যেকোনও মহামারী মোকাবেলায় বিশ্বকে প্রস্তুত করতে তিন বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সদস্যদেশগুলো। বুধবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এ চুক্তি আইনি বাধ্যবাধকতাসম্পন্ন। চুক্তিটির লক্ষ্য, ২০২০-২২ সালের কোভিড-১৯ মহামারীতে লাখ লাখ মানুষের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নতুন প্যাথোজেনের বিরুদ্ধে বিশ্বের প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার।
প্রস্তাবিত চুক্তিতে ভবিষ্যতে মহামারী প্রতিরোধ, বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং গবেষণার ক্ষেত্রকে ভৌগলিকভাবে বৈচিত্রপূর্ণ করার ওপর জোর দেওয়া হয়েছে। এতে একটি ‘প্যাথোজেন অ্যাকসেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং’ ব্যবস্থা গঠনের কথাও বলা হয়েছে।
এছাড়া বৈশ্বিক সরবরাহ ও লজিস্টিকস ব্যবস্থাপনা গড়ে তোলা এবং স্বাস্থ্য ব্যবস্থার স্থিতিশীলতা ও প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ডাব্লিউএইচও বলেছে, “তিন বছরের বেশি সময় ধরে ব্যাপক আলোচনা শেষে সদস্য রাষ্ট্রগুলো মহামারী প্রতিরোধে একটি বড় পদক্ষেপ নিয়েছে।”
রয়টার্স জানিয়েছে, এই চুক্তিটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি উল্লেখযোগ্য জয় হিসেবে দেখা হচ্ছে। কারণ, এটি এমন এক সময় হল, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো বহুপাক্ষিক সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের বিদেশি অর্থায়নে কাটছাঁটের কারণে চাপের মুখে রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এই আলোচনায় শুরুতে অংশ নিতে দেরি করলেও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর আলোচনায় আর অংশ নেয়নি।
সংস্থাটি জানিয়েছে, আগামী মে মাসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির নীতিনির্ধারণী সভায় প্রস্তাবটি বিবেচনা করা হবে।
গ্লোবাল হেলথ থিঙ্ক ট্যাংক স্পার্ক স্ট্রিট এডভাইজরস-এর প্রতিষ্ঠাতা নিনা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “এই মুহূর্তটি ঐতিহাসিক। এটি প্রমাণ করে, যুক্তরাষ্ট্র থাকুক বা না থাকুক, দেশগুলো একসঙ্গে কাজ করা এবং বহুপাক্ষিকতার শক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
Leave a Reply