ক্রীড়া প্রতিবেদক ॥স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক গাড়ি, ট্যাক্সি বা মোটরবাইক সেবার নেটওয়ার্ক উবার। কোম্পানিটি নিজেদের প্রচারের জন্য সম্প্রতি একটি বিজ্ঞাপন করেছে। এজন্য মডেল হিসেবে তারা বেছে নেয় সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে। সেই বিজ্ঞাপন নিয়ে আপত্তি দেখিয়ে উবারের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
উবারের করা সেই বিজ্ঞাপনে দেখা যায়, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচের আগে বেঙ্গালুরুর স্টেডিয়ামে লুকিয়ে ঢুকে পড়েছেন ট্রেভিস হেড। স্টেডিয়ামে যেখানে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ লেখা সেখানে গিয়ে তিনি বেঙ্গালুরুর উপরে ‘রয়্যালি চ্যালেঞ্জড’ কথাটি লিখেছেন।
এমন সময় স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষী হেডকে দেখে ফেলেন। তাকে দেখে উবার বাইকে চেপে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান হেড। তাকে নিরাপত্তারক্ষীরা ধরতে পারেননি। মূলত, উবার বাইকের পরিসেবা কত দ্রুত সেটা বোঝাতেই এই বিজ্ঞাপন করা হয়েছে।
বেঙ্গালুরু অভিযোগ করেছে, কেবল প্রচারের জন্যই এই বিজ্ঞাপন করা হয়নি। আগামী ১৩ মে ঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ রয়েছে। তার আগে এই বিজ্ঞাপন করে বেঙ্গালুরু সমর্থকদের চেতনায় আঘাত করা হয়েছে। বিজ্ঞাপনটি তুলে নেওয়ার দাবি করেছে তারা।
এরই মধ্যে দিল্লি হাই কোর্টের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়েছে। সেখানে দুই পক্ষের আইনজীবীর কথা শুনেছেন তিনি। বেঙ্গালুরুর অভিযোগের ভিত্তি আছে বলেই মনে করছেন সৌরভ। যদিও এখনো পর্যন্ত কোনো রায় দেননি বিচারপতি।
Leave a Reply