এনএনবি : ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
রফিকুল আমীন দলটির আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন। আর গণঅধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ফাতিমা তাসনিম পেয়েছেন সদস্য সচিবের দায়িত্ব।
বৃহস্পতিবার বনানীতে শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত। জাতীয় সঙ্গীত শেষে শুভেচ্ছা বক্তব্য দেন রফিকুল আমীন। এ সময় তিনি দলের নাম ঘোষণা করেন।
রফিকুল আমীন বলেন, “মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত আত্মপরিচয় ও স্বাধীনতা, সর্বোপরি বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, লক্ষ লক্ষ শহীদের অভিপ্রায়ে সাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী স্বৈরাচার শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক শাসন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আ-আমজনতা পার্টি প্রতিষ্ঠিত হলো।”
অনুষ্ঠানে নয়টি লক্ষ্যের কথা তুলে ধরেন রফিকুল আমীন-
ক্ষমতা কুক্ষিগত করা নয়, বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরির মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা;
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ ও সার্বভৌমত্ব বজায় রাখা, আইনের সুশাসন, সবার জন্য শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন করা;
উৎপাদনমুখী কৃষিব্যবস্থা, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা, মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জাতীয় সমৃদ্ধি অর্জন;
সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সুরক্ষার জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান উন্নতি করা;
গ্রামীণ জীবনভিত্তিক উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান এবং খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার চাহিদা পূরণ;
বহুদলীয় রাজনীতির অবাধ সুযোগ, গণতান্ত্রিক বিধিব্যবস্থা ও জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতির মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করা। দলের মধ্যে অভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে পরিবারভিত্তিক অগ্রাধিকার বিলোপ করার মাধ্যমে দলের মধ্যে গণতন্ত্রের ধারা সৃষ্টি ও এই চর্চা বজায় রাখা।
সংবিধানে বর্ণিত মৌলিক মানবাধিকার সংরক্ষণ ও স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা;
স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ বিচার বিভাগের জন্য নির্বাহী বিভাগ থেকে পৃথককরণ, প্রাতিষ্ঠানিক কাঠামো ঢেলে সাজানো ও প্রয়োজনীয় সংখ্যক বিচারক ও অন্যান্য জনবল নিয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা;
জনসাধারণের ভোগান্তি ঠেকাতে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সব সেবা সহজলভ্য করা। বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির মেরুকরণের ভারসাম্য বুঝে জোট নিরপেক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক বন্ধুত্ব রক্ষা করা।
ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৫ জানুয়ারি তিনি কারামুক্ত হন।
আর ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ থেকে রোববার পদত্যাগ করেন। এর চারদিন বাদে নতুন দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিলেন তিনি।
Leave a Reply