ক্রীড়া প্রতিবেদক ॥ক্রিশ্চিয়ানো রোনালদো যেন রীতিমতো উড়ছেন। আল নাসর তারকা ৪০ বছরে পা দিলেও মাঠের ফুটবলে এখনও তিনি বেশ চনমনে। দারুণ সব গোল করছেন, নেতৃত্ব দিচ্ছেন দলকে সামনে থেকে। শনিবার রাতে তো বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে গোল করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছেন।
এর আগে অবশ্য আল রিয়াদের বিপক্ষে রোনালদো করেছেন আরও একটা গোলে। পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর জোড়া গোলের ওপর ভর করে পিছিয়ে পড়া ম্যাচে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পেয়েছে নাসর।
প্রথম গোলটা অবশ্য শুধু পা লাগিয়েই পেয়ে গেছেন রোনালদো। ভেতর বাঁ প্রান্তের পোস্টের দিক থেকে ক্রস করেন মানে। বলটা বক্সের জালে পাঠাতে ফাঁকায় দাঁড়ানো পর্তুগিজ সুপারস্টারকে শুধু পা ছোঁয়াতে হয়েছে। তবে দ্বিতীয় গোলটা চোখে লেগে থাকার মতো। এ গোলেও অবদান আছে মানের। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সের ভেতর কাটব্যাক করেন সেনেগাল তারকা।
রিয়াদ ডিফেন্ডার আহমেদ আসিরি সেটা ক্লিয়ার করলে বল যায় বক্সের মাথায় দাঁড়ানো রোনালদোর সামনে। সুযোগ পেয়ে বল মাটিতে পড়ার আগেই ডান পায়ে জোরালো শট নেন পর্তুগিজ কিংবদন্তি। রোনালদোর দৃষ্টিনন্দন ভলি বারে লেগে আশ্রয় নেয় জালে। শেষ পর্যন্ত রোনালদোর এ গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। প্রো লিগে এবারের মৌসুমে এটি রোনালদোর ২৩তম গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আবদের রাজ্জাক হামদাল্লাহর চেয়ে ৪ গোলে এগিয়ে গেলেন তিনি।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৩৫ ম্যাচে ৩২ গোল হয়ে গেল রোনালদোর। আর ক্যারিয়ারের গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৩! বয়সের ঘর ৪০ পেরিয়ে যাওয়ার পরও যেভাবে ছুটছেন, হাজার গোল খুব দূরের কোনো সংখ্যা বলে মনে হচ্ছে না। রোনালদোর সুবাদে পাওয়া ৩ পয়েন্টে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকল আল নাসর। শীর্ষে থাকা আল ইত্তিহাদের (২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট) সঙ্গে স্তেফানো পিওলির দলের ব্যবধান অবশ্য আগের মতো ৮ পয়েন্ট। সমান ম্যাচে রোনালদোদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।
Leave a Reply