মিরপুরে ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত
মিরপুর প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন মাত্র দুই মাসের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়নি বরং বিএনপির দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফলশ্রুতিতেই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি আরো বলেন, বিগত সময়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাামে যারা মাঠে ময়দানে কাজ করার অপরাধে জেল যুলুমের শিকার হয়েছেন, যাদের উপর অত্যাচারের ষ্টিম রোলার চালিয়ে সীমাহীন নির্যাতন করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, শুধু মাত্র সেই ত্যাগী নেতা-কর্মীরাই বিএনপির কমিটিতে স্থান পাবে। কারো কোন অসর্তকতায় কোন আওয়ামী লীগের দোসর যদি কমিটিতে ¯’ান পায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে খন্দকার টিপু সুলতানকে সভাপতি ও হাবিবুর রহমান হাবিবকে সাধারন সম্পাদক করে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহিন, জেলা বিএনপির সদস্য খন্দকার ওমর ফারুক কুদ্দুস, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, আবজাল হোসেন, এনামুল হক বাবু, সুলতান আলী, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্ময়ক আব্দুল মাজেদ, পৌর বিএনপি’র সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস ও জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত। এসময় আরো উপ¯ি’ত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা প্রমুখ। সম্মেলন শেষে খন্দকার টিপু সুলতানকে সভাপতি ও হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষনা করা হয়।
Leave a Reply