বিনোদন প্রতিবেদক ॥টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয় দিয়ে ভক্তদের মুগ্ধ করলেও ব্যক্তিজীবন নিয়ে প্রায় সমালোচনা হয়। আইনত বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিংয়ের।
শুক্রবার (১১ এপ্রিল) জানা গেল তাদের তাদের বিচ্ছেদে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছে আদালত।
বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে রোশন সিং বলেন, সবকিছুই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। যেভাবে প্রেম ও বিয়ের আগে আমরা একে অপরের সাথে অপরিচিত ছিলাম, আবার সেরকমই হয়ে গেলাম।
জানা যায়, রোশনের সঙ্গে বিচ্ছেদের মামলায় শ্রাবন্তী মাসিক ৭ লাখ রুপি খোরপোশ দাবি করেছিলেন। তবে সেই আবেদন আদালতের নির্দেশে স্থগিত ছিল। এ বিষয়ে রোশন সিংয়ের কোন মন্তব্য পাওয়া যায়নি।
বিচ্ছেদ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল। গত সেপ্টেম্বর ২০২৪-এ বিচ্ছেদের পথে তারা কার্যত একধাপ এগিয়ে যান। শুধু আদালতের স্বাক্ষরের অপেক্ষা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
অন্যদিকে, শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনের দিকে এগোচ্ছেন রোশন সিং। বর্তমানে তিনি প্রেমিকা অনামিকার সঙ্গে সংসার পাততে প্রস্তুত। অনামিকা পেশায় একজন জিম ট্রেইনার। রোশন জানিয়েছেন, নিজের পেশাগত জীবন সামলে এবার তিনি নতুন করে জীবন সাজাতে চান।
প্রসঙ্গত,২০১৯ সালের শুরুর দিকে প্রেমে জড়ান শ্রাবন্তী ও রোশন। ‘গুগলি’ সিনেমার প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের। প্রেম থেকে বিয়ে সবটাই ঘটে দ্রুত। পাঞ্জাবে লুকিয়ে বিয়ে করেন তারা, যা পরে জানান শ্রাবন্তী নিজেই। তারপর বিদেশে হানিমুন, সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি, রোমান্টিক ভিডিও সব মিলিয়ে তারা তখন নেটিজেনদের চোখে ‘কাপল গোলস’।
Leave a Reply