কাগজ প্রতিবেদক ॥ মেডিকেলে, প্রকৌশল বিশ^বিদ্যালয় এবং ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, ইসলামী বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তিচ্ছুদের দীর্ঘ ৬ মাস মেধা, শ্রম দিয়ে প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রীদের প্রস্তুুতি শেষে এখন ইউসিসি কোচিংর’ এখন চলছে ভর্তি যুদ্ধ। এ বছর এ প্রতিষ্ঠানটির কুষ্টিয়া শাখা থেকে ইতিমধ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ে প্রায় ১৫ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন। গতকাল ছিল রাজশাহী বি ইউনিটের পরীক্ষা। প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানের পরিচালক ইমতিয়াজ আহমেদের উদ্যোগে এবং সহকারী পরিচালক কাম শিক্ষক আলিমের সার্বিক সহযোগীতায় ছাত্র-ছাত্রীরা ভোরে রিজার্ভ বাস যোগে রাজশাহীতে পৌছায়। এর পর তাদের প্রত্যোককে নিজ হলে হলে পৌছে দেয়ার পর পরীক্ষা শেষে দুপুরে কুষ্টিয়া অভিমুকে যাত্রা করে। ইউসিসি কোর্চিংর এমন উদ্যোগকে অনেক অভিভাবক স্বাগত জানিয়েছেন। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের এ বয়সে দুরে কোথাও পরীক্ষা দিতে নিয়ে যাওয়াটা একটা কষ্টসাধ্য বিষয়। সে ঝামেলা থেকে তারা সকলকে নিয়ে একটি বাস রিজার্ভ করে গত কয়েক বছর এমন উদ্যোগ নেয়ায় অনেক অভিভাবকের জন্য খুব নিরাপদ হয়েছে বলে মনে করেন অনেকে। এ ব্যাপারে ইউসিসি কুষ্টিয়া শাখার শিক্ষক কাম সহকারী পরিচালক আব্দুল আলিম জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করি প্রতিটি ছাত্র-ছাত্রীকে নিরাপদে, স্বাচ্ছন্দে একজন অভিভাবকের মত দায়িত্ব নিয়ে প্রস্তুুতি শেষে ভর্তি পরীক্ষায় সহযোগীতা করতে। সেই বোধ থেকে প্রতি বছর আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ আমরা এ প্রচেষ্টা চালিয়ে আসছি। আশা করি সকলের সহযোগীতা পেলে আগামীতে আরও ভালো কিছু করতে পারবো।
Leave a Reply