এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক সরঞ্জাম রপ্তানির নিয়ম কানুন পর্যালোচনা করতে এক নির্বাহী আদেশে সই করেছেন। মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলো যেন সহজে বিদেশে তাদের পণ্য বিক্রি করতে পারে তার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।
বুধবার ওভাল অফিসে হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা উইল শার্ফ বলেন, “আমরা আমাদের গুরুত্বপূর্ণ মিত্রদের কাছে নির্ভরযোগ্য ও কার্যকরভাবে অস্ত্র সরবারহে ব্যর্থ হচ্ছি। এর মূল কারণ হলও বিদেশে সামরিক বিক্রির অনুমোদন প্রক্রিয়ায় নানা জটিলতা ও অসামঞ্জস্য।”
এই নির্বাহী আদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে অস্ত্র রপ্তানি নীতিমালা পর্যালোচনা করে নতুন কাঠামো তৈরির নির্দেশ দেবে বলে জানিয়েছেন শার্ফ।
তিনি বলেন, “এর ফলে একদিকে যেমন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে মিত্র দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ করা যাবে।”
রয়টার্স এপ্রিলের শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্প এমন একটি আদেশের পরিকল্পনা করছেন, যা অস্ত্র রপ্তানির বিধি সহজ করবে।
রয়টার্স জানায়, নতুন এই নীতির ফলে লকহিড মার্টিন, আরটিএক্স ও বোয়িংয়ের মতো যুক্তরাষ্ট্রের বড় বড় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রি বাড়তে পারে।
বর্তমানে মার্কিন আইন অনুযায়ী, অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ কতটা ঘনিষ্ঠ মিত্র এবং বিক্রির পরিমাণ কেমন, তার ওপর ভিত্তি করে কংগ্রেস পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেয়।
প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প কংগ্রেসের কিছু সদস্যের মানবাধিকার বা অন্যান্য ইস্যুতে বিদেশে অস্ত্র বিক্রি বিলম্বিত করার প্রবণতায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।
২০১৯ সালে ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে ট্রাম্প ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করে কংগ্রেসের পর্যালোচনার দীর্ঘদিনের রেওয়াজ উপেক্ষা করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে ৮০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেন। ওই সময় কংগ্রেস ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ ও সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় এসব বিক্রি আটকে রেখেছিল।
Leave a Reply