1. nannunews7@gmail.com : admin :
April 18, 2025, 9:23 pm
শিরোনাম :
ঢাকা-ইসলামাবাদ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার কুষ্টিয়ায় গৃহায়ন অফিসের কর্মকর্তা তাসলিমা জান্নাত আরজুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের ভেড়ামারায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হলো অটোযাত্রী দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ফজু কবিরাজ আটক তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার কুষ্টিয়া উজানগ্রামে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত, স্বামী হাসপাতালে ভেড়ামারায় বিএনপি নেতা মহসিন রেজার জানাজার নামাজ অনুষ্ঠিত ঢাকা-ইসলামাবাদ বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার চলতি অর্থবছরের জুলাই-মার্চ তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১০.৮৪ শতাংশ

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহত বেড়ে ১৮৪

  • প্রকাশিত সময় Friday, April 11, 2025
  • 9 বার পড়া হয়েছে

এনএনবি : ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাবে ছাদ ধসে অন্তত ১৮৪ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ আছে কিনা, সেই আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে।
রয়টার্স লিখেছে, মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনার পর দু’দিন ধরে ‘জেট সেট’ নামের ওই ক্লাবটির সামনে ভিড় করছেন স্বজনহারা মানুষ। নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে ছবি নিয়ে পুলিশের সাহায্য চাচ্ছেন তারা।
এক সংবাদ সম্মেলনে দেশটির জরুরী উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী সংস্থা প্রধান হুয়ান ম্যানুয়েল মেন্দেজ বলেন, “আমরা কাউকে ফেলে যাব না।”
তিনি জানান, শেষ দেহটি উদ্ধার না হওয়া পর্যন্ত তারা তল্লাশি চালিয়ে যাবে। যদিও গত ২৪ ঘন্টার বেশি সময় ধরে কেউ জীবিত উদ্ধার হয়নি আর এতে ধ্বংসস্তূপের নিচের কারও জীবিত থাকার আশা ক্ষীণ হয়ে এসেছে।
প্রেসিডেন্টের মুখপাত্র ওমেরো ফিগেরোয়া এক বিবৃতিতে বলেছেন, “আগামী কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার অভিযান থেকে শনাক্তকরণ পর্যায়ে যাওয়া হবে।”
তবে এখনও কেউ কেউ স্বজনদের জীবীত পাওয়ার আশায় অপেক্ষা করছেন। তাদের মধ্যে আলেক্স ডি লিওন তার সাবেক স্ত্রী, যিনি দুই সন্তানের মা এবং তাদের এক ঘনিষ্ঠ বন্ধুকে খুঁজছেন।
“দুঃখজনক ভাবে এখন পর্যন্ত আমি কারও খোঁজ পাইনি,” বলে আলেক্স। “আমার ১৫ বছরের ছেলেটা একেবারে ভেঙে পড়েছে। আর ছোটটাকে বুঝিয়েছি তার মা অফিসে আছেন।”
ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে, জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল জেট সেট নামের ওই নাইটক্লাবে। শিল্পীর ম্যানেজার জানিয়েছেন, রুবি নিজেও প্রাণ হারিয়েছেন।
এছাড়া নিহতদের মধ্যে ছিলেন সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্তাটাভিও ডটেল এবং মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ।
ডটেলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর নেলসি ছিলেন সাতবার অল-স্টার হওয়া খেলোয়াড় নেলসন ক্রুজের বোন।
বুধবার দিনের শুরুতে কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপের নীচ থেকে ১৫৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতলে পাঠানো হয়েছে।
জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হত। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন।
দুর্ঘটনার দিন নাইটক্লাবের ভেতরের এক ভিডিওতে দেখা যায়, লোকজন মঞ্চের সামনে টেবিলে বসে আছে এবং পেছনে কিছু লোক রুবি পেরেজের গানের তালে তালে নাচছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বলছেন, “ছাদ থেকে কিছু একটা পড়েছে।” তিনি তখন ছাদের দিকে আঙুল তুলে দেখাচ্ছিলেন।
স্থানীয় সময় রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রুবি পেরেজের ব্যান্ডের এক সদস্য। তার ভাষায়, “মনে হচ্ছিল যেন ভূমিকম্প হয়েছে।”
ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640