থানায় মামলা, হালিম বিক্রেতা হাকিমসহ গ্রেফতার ৩ ॥ দাফন সম্পন্ন
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এন, এস রোডের হালিম বিক্রেতা হাকিম, স্ত্রী ও কন্যাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের চর থানাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ছুরমান আলী চরথানাপাড়া এলাকার কালাম হোসেনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুরমান আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল হাকিমের বিরোধ চলছিল। ওই প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনার জড়িত থাকার অভিযোগ তুলে ১০-১২ জন ছুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ভোরে এক প্রতিবেশী বাড়ির শৌচাগারের পাশে গলায় গামছা প্যাঁচানো নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘ছুরমানকে চুরির অভিযোগে নির্যাতন করে মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এরই মধ্যে জড়িতদের আটকের চেষ্টা করছ।’ এদিকে বৃহস্পতিবার বাদ আছর থানাপাড়া জিকে চাষী বাজার জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে পৌরগোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহত ছুরমানের স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে আব্দুল হামিকসহ ৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করে।
Leave a Reply