বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন জেহালা অঘরনাথপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা (অঘরনাথ পাড়া) গ্রামের মোঃ জালালউদ্দিন এর ছেলে মোঃ সজল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। অভিযানকালে পুলিশ তার নিকট থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এবং আইন অনুযায়ী জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯ (ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৮, তারিখ- ১০/০৪/২০২৫) দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। ইসলাম ধর্মেও মাদক সেবন ও ব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ এবং নৈতিক ও সামাজিকভাবে এটি চরমভাবে নিন্দনীয়। একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতন থাকা এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আলমডাঙ্গা থানা পুলিশের এ ধরনের উদ্যোগ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতিফলন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Leave a Reply