1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 9:55 am
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

বিশেষ সম্পাদকীয় ‘সত্য সন্ধানে ১৪ তম বর্ষে”

  • প্রকাশিত সময় Wednesday, April 9, 2025
  • 116 বার পড়া হয়েছে

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে আজকের এই দিনটি একটি ঐতিহাসিক দিন।‘ সত্য সন্ধানে কুষ্টিয়ার কাগজ ১৪ তম বর্ষে’ পদার্পণ করলো। এই দিনেই ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রথম স্বাধীন বাংলার মুজিব নগর সরকার গঠন করা হয়েছিল। বাঙ্গালী জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র ও সমাজতন্ত্র নীতিমালাকে সামনে রেখে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান। আজকের দিনেই দেশমাতৃকার টানে কুষ্টিয়ার মাটি ও মানুষের কথা বলতে জন্ম হয় ‘কুষ্টিয়ার কাগজ’র।
২০১১ সালের ২৬ ডিসেম্বর একটি সংক্ষিপ্ত আয়োজনে কুষ্টিয়ার কাগজ ডিক্লিয়ারেশন লাভ করে। এর পর থেকে প্রকাশনা অব্যাহত রেখে চলেছে পত্রিকাটি। ২০১২ সালের ১০ এপ্রিল এক জমকালো আয়োজনে কুষ্টিয়ার কাগজ পূর্ণাঙ্গভাবে বাজারে আসে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। প্রচার সংখ্যা ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারের নিরিখে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) কর্তৃক পত্রিকাটি সরকারী বিজ্ঞাপন তালিকাভুক্তি হয়।
প্রতি বছর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সুধী জনদের সমন্বয়ে কুষ্টিয়ার কাগজ তার জন্মদিন পালন করে আসছে। কুষ্টিয়ার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, কৃষ্টি, সংস্কৃতিসহ এ অঞ্চলের মানুষের নানা সুখ-দুঃখের কথা নিয়ে কুষ্টিয়ার কাগজ প্রতিদিন পাঠকের দ্বারে পৌছে যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি, আন্দোলন, সমস্যা-সম্ভাবনার কথা নিয়ে প্রতিদিন কুষ্টিয়ার কাগজ তার কলম সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ ও বাংলাদেশের প্রথম সংবাদপত্র ‘গ্রামবার্তার’ সম্পাদক কাঙ্গাল হরিণাথ মজুমদারের স্মৃতিবিজড়িত কুষ্টিয়া এখন সংবাদ পত্রের শহর। এক নাগাড়ে কুষ্টিয়া থেকে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিকসহ প্রায় ৭০টি সংবাদপত্র প্রকাশিত হয়ে আসছে। মরমী সাধক লালন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অমর কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, বৃটিশ বিরোধী আন্দোলনের নায়ক বাঘা যতীনের কুষ্টিয়া অসম্ভব সম্ভাবনার একটি ক্ষেত্র। এ সব কথা মাথায় রেখেই কুষ্টিয়ার কাগজ তাঁর সংবাদ পরিবেশন করে আসছে।
দিনভর এক দল মানুষের কর্মযজ্ঞ শেষে সন্ধায় এন, এস রোডের পত্রিকা অফিসে এক মনোনিবেশে চলে পত্রিকাটির সম্পাদনার কাজ। গভীর রাতে কাজ শেষে কোর্টপাড়া স্যার ইকবাল রোডস্থ হাই কোয়ালিটি প্রেসে আবারও একদল মানুষের কঠোর পরিশ্রমে পত্রিকাটির ছাপার কাজ সম্মন্ন করা হয়। প্রভাতে পত্রিকার পাঠকের কাছে পৌছে দিতে প্রেসের সামনে সারিবদ্ধভাবে পত্রিকার পরিবেশকরা প্রস্তুতি নিতে থাকেন। তার পর সাইকেল যোগে সকলেই বেরিয়ে পড়ে পত্রিকা নিয়ে পাঠকের হাতে পৌছে দিতে। কুষ্টিয়ার কাগজ’র এই শুভ দিনে কুষ্টিয়ার পাঠককুল শুভেচ্ছা জানিয়েছেন। ব্যবসায়ী, বুদ্ধিজীবি, আইনজীবি, রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি কুষ্টিয়ার কাগজ এ জেলার সাহিত্য ও শিল্প সংস্কৃতি ও প্রকৃতি প্রেমীর কাছেও অনেকটা পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। নানা আইন কানন মেনে এবং পরামর্শ নিয়ে কুষ্টিয়ার কাগজে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য একটি উপদেষ্টা পরিষদ রয়েছে। যাদের পরামর্শে কুষ্টিয়ার কাগজ’র এই অগ্রযাত্রা।
প্রচারেই প্রসার। গুরুত্বের সাথে স্থানীয় সংবাদের গুরুত্ব দেয়ায় কুষ্টিয়ার কাগজ শুধু কুষ্টিয়া তথা এ অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয়তা অর্জন করেনি। ফেইস বুক পেইজ ও অনলাইন ভার্সনে কুষ্টিয়ার কাগজও নিয়মিত ভাবে প্রদর্শিত হয়ে আসছে।
নানা প্রতিকুলতার মধ্যেও কুষ্টিয়ার কাগজ’র যাত্রা অব্যাহত থাকবে। সে জন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি। আজকের এই শুভ দিনে কুষ্টিয়ার কাগজ’র সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী, এজেন্ট, সাংবাদিকসহ সকল পেশাজীবির মানুষকে জানাই আন্তরিক অভিভাবদন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640