ক্রীড়া প্রতিবেদক ॥আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। তথ্য গোপনের দায়ে নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকা নাসির সোমবার (৭ এপ্রিল) মাঠে ফেরেন। এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামেন তিনি।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেছিলেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্তে নামে আইসিসি। পরে সেই অপরাধ নাসির শিকার করেন।
তথ্য গোপন করে নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল (রবিবার) থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে যায়। ফলে সোমবার থেকে মাঠে ফিরতে তার কোনো বাধা ছিল না। তাতে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রুপগঞ্জ টাইগার্সের হয়ে প্রত্যাবর্তন হয়েছে তার।
Leave a Reply