এনএনবি : ইসরায়েল সীমান্তের কাছে গাজার প্রায় অর্ধমাইলজুড়ে প্রতি ইঞ্চি ভূখন্ডকে পতিত জমিতে পরিণত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই এলাকাকে কিল জোনে পরিণত করার জন্য সেনাদেরকে নির্দেশও দিয়েছে ইসরায়েল।
কৃষিজমি সমতল করে, আবাসিক এলাকা, শিল্প এলাকা গুঁড়িয়ে দিয়ে বাফার জোনের আওতা বাড়িয়ে সেটিকে ‘কিল জোন’ করছে ইসরায়েল। যেখানে ফিলিস্তিনিরা কেউ পা রাখা মাত্রই ঘাতক বুলেটের নিশানা হচ্ছে।
কিল জোনের পরিকল্পনা বাস্তবায়ন করা সেনাদের সাক্ষ্য থেকে বেরিয়ে এসেছে এমন তথ্য। সেনাদের বয়ান নিয়ে প্রতিবেদন করেছে ইসরায়েলি অধিকার সংগঠন ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।
ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে ২০০৪ সালে গঠিত সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স এর ‘দ্য পেরিমিটার’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ হয়েছে সোমবার। গাজায় বাফার জোন তৈরিতে যে সেনারা কাজ করেছিল তাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রতিবেদনে।
গাজা এবং ইসরায়েলের মধ্যকার সীমান্ত বরাবর উত্তর থেকে দক্ষিণের একটি এলাকা সেই ২০০০ সালের গোড়া থেকেই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ইসরায়েল। সেই বাফার জোনের পরিধি ২০১৫ সালে ৩০০ মিটার পর্যন্ত বাড়িয়েছিল ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হামলার আগ পর্যন্ত ইসরায়েল তাদের সীমান্ত বেষ্টনীর ৩০০ মিটারের মধ্যে ফিলিস্তিনিদেরকে ঘেঁষতে দিত না। কিন্তু হামাসের হামলার পর ইসরায়েলের সেনাবাহিনী এই এলাকার পরিধি প্রায় ১ কিলোমিটার বাড়ানোর পরিকল্পনা করে।
২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে এলাকাটির পরিধি ৮০০ থেকে ১৫০০ মিটার পর্যন্ত বাড়ানো হয়। তারপর থেকে ইসরায়েলি সেনারা এলাকাটি আরও সম্প্রসারণ করেছে। গত মাসে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরু করার পর বাফার জোনের পরিধি নাটকীয়ভাবে বেড়েছে।
ইসরায়েলের সেনারা বলছে, সীমান্তে ২০২৩ সালের ৭ অক্টোবরের মতো আরেকটি হামলা যাতে না হয়, সেজন্যই তাদেরকে বাফার জোনের পরিধি এভাবে বাড়াতে বলা হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম দিকের দিনগুলোতে ইসরায়েল সবকিছু ধ্বংস করে বাফার জোনের পরিধি এক কিলোমিটারের বেশি বাড়ায়।
মাঝখানে এবছর জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির পর গতমাসে ইসরায়েল ফের যুদ্ধ শুরু করলে বাফার জোনের পরিধি আরও দ্বিগুণ বাড়ায়। গাজার ভেতরে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত গড়িয়েছে এই জোন।
গাজার নেৎজারিম করিডর নামের আরও একটি বিস্তীর্ণ এলাকাও ইসরায়েল দখল করেছে। ফলে এই করিডোর এবং বাফার জোন মিলে ইসরায়েলের দখলে এখন চলে এসেছে গাজার অন্তত ৫০ শতাংশ এলাকা। ইসরায়েলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের ‘এনভায়রনমেন্টাল স্টাডিজ’ এর অধ্যাপক ইয়াকভ গার্ব এ তথ্য জানিয়েছেন।
একসময় যে এলাকায় শত-সহস্র ফিলিস্তিনির বাস ছিল, কৃষির জন্য যে এলাকা গুরুত্বপূর্ণ ছিল- সেটিই এখন ইসরায়েলের বাফার জোন। স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে, এক সময়কার জনবসতিপূর্ণ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেইসঙ্গে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর এলাকাটিতে প্রায় এক ডজন ইসরায়েলি সেনা ফাঁড়িও স্থাপিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্স বলছে, ইসরায়েলের সেনারা বুলডোজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি হাজার হাজার মাইন এবং বিস্ফোরক দিয়ে প্রায় ৩,৫০০ ভবন, কৃষি ও শিল্প এলাকা ধ্বংস করেছে।
২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি সেনাদের গাজা সিটির সুজাইয়া শিল্প এলাকায় ঢোকার সময়ই সেখানকার অনেক গুদাম এবং কারখানা ধ্বংসপ্রাপ্ত ছিল। তবে কিছু স্থাপনা তখনও দাঁড়িয়ে ছিল।
সেগুলাও পরে ধ্বংস করা হয়। ইসরায়েলের এক রিজার্ভ সেনার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “মূলত সবকিছু ধ্বংস করা হয়েছে… প্রতিটি ভবন এবং প্রতিটি কাঠামো।” আরেক সেনা বলেছেন, “এলাকাটি এখন দেখতে হিরোশিমার মতো।”
ইসরায়েলি সেনারা বলছে, বাফার জোনের চিহ্নিত কোনও সীমানা নেই। সেখানে এখন ইসরায়েল যে কাউকে গুলি করে মারার নীতি নিয়েছে। ফিলিস্তিনিরা সেখানে পা রাখলেই হত্যার শিকার হতে পারে।
ইসরায়েলের অনেক সেনাই বলেছে, তাদেরকে ওই এলাকায় ফিলিস্তিনিদেরকে গুলি করার এখতিয়ার দেওয়া হয়েছে- তা সেই ফিলিস্তিনিরা সশস্ত্র হোক বা না হোক।
প্রাপ্তবয়স্ক মানুষ এবং পুরুষদেরকে হত্যা করা কিংবা হত্যা করার জন্য গুলি করা এবং নারী ও শিশুদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাদের। ব্রেকিং দ্য সাইলেন্সকে একথাই জানিয়েছেন প্রথম সারির এক ইসরায়েলি সেনা সার্জেন্ট।
ইসরায়েলের ট্যাংক স্কোয়াডের এক সদস্য বলেন, সাজোঁয়া বুলডোজার দিয়ে জমি সমতল করে ‘কিল জোন’ তৈরি করা হয়েছে। সেখানে ট্যাংক থেকে ৫০০ মিটারের মধ্যে কেউ এলেই গুলি করা হবে। তা সে নারী ও শিশু যেই হোক না কেন।
তিনি আরও বলেন, অনেক সেনা ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের সেই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজ করছে।
“আমি এখানে এসেছি, কারণ তারা আমাদের হত্যা করেছে, এখন আমরা তাদেরকে হত্যা করব। আর আমি দেখলাম, আমরা কেবল তাদেরকেই মারছি না। তাদের স্ত্রী, শিশু, এমনকি তাদের বিড়াল,কুকুরও মারছি। তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছি”, বলেন এই সেনা।
সূত্র: রয়টার্স/সিএনএন/দ্য গার্ডিয়ান।
Leave a Reply