২৭ শিক্ষার্থীর কাছ থেকে অর্ধলক্ষ টাকার বাণিজ্য
প্রধান শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে অভিযোগ শিক্ষার্থীদের
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলা ডাঁশা মাধ্যমিক বিদ্যালয়ে এস, এস, সি পরীক্ষার প্রবেশ পত্র নিতে জনপ্রতি ২শ থেকে ৭ টাকা ঘুষ দিতে হচ্ছে পরীক্ষার্থীদের। ২৭ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় অর্ধলক্ষ টাকার বাণিজ্য করা হয়েছে।
এতে বিদ্যালয়ের অফিস কক্ষে অভিভাবক ও কর্মচারীদের প্রতিনিয়িত চলছে বাক-বিতন্ডা। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ নিরব। সরজমিনে এমন অভিযোগই পাওয়া গেছে। জানা যায়, ১৯৬৬ সালে কুমারখালী উপজেলার ডাঁশা মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত। শুরু থেকেই এ বিদ্যালয়ে পাঠদান করে দেশের অনেক গুরুত্বপুর্ণ পদে আসীন হয়েছে কৃতিমান শিক্ষার্থীরা। প্রতি বছর পিএসসি, জেএসসি ও এস, এস,সি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু বিদ্যালয়ের অভ্যান্তরে আর্থিক দুর্নীতি আর অনিয়মে এলাকাবাসী ও অভিভাবকরা ফুঁসে উঠেছেন। জেনেও না জানার ভান করে থাকেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এমন অভিযোগ এলাকাবাসীর। এমন খবর পেয়ে গতকাল সরজমিনে কুমারখালী ডাঁশা মাধ্যমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দাপ্তরিক কার্যক্রম চলছে। বিদ্যালয়ের দুজন এস, এস, সি পরীক্ষার্থীর সাথে আলাপকালে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের নির্দেশে তাদের প্রবেশ পত্র নিতে ২শ টাকা করে দিতে হয়েছে। তারা আরও জানায়, এস, এস, সি ফর্ম পুরণের সময় এককালীন ২৬শ টাকা নেয়া হয়েছে। তার পর আর টাকা নেয়ার কোন বিধান নেই। বিধি অনুযায়ী পরীক্ষার প্রবেশ পত্র আসলে কোন প্রকার ফি ছাড়াই তা বিতরণ করতে হবে। কিন্তু ডাঁশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, সহকারী প্রধান শিক্ষক কবিরুল ইসলাম ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পরীক্ষার হল সুপার আব্দুর রশিদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে কবিরুল ইসলাম স্বাক্ষরিত তালিকায় ২শ থেকে ৫শ টাকা নেয়ার প্রমান পাওয়া গেছে। তালিকায় দেখা যায়, সাইম ৭শ, টিপু সুলতান ২শ ৫০ টাকা, জিম বিশ^াস ৪শ ৫০ টাকা, জাহিদ ২শ মারিয়া ৩শ ৫০ টাকা এতে ২৭ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার বাণিজ্য করা হয়েছে। একই অভিযোগ পান্টি ও সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে ডাঁশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ জানান, এখন কেন্দ্র ফি ও সেশন চার্জ বাবদ টাকা নেয়া হচ্ছে এটা ফেরত দেয়া হবে বলে তিনি জানান। সহকারী প্রধান শিক্ষক কবিরুল ইসলাম এসব বিষয়ে অস্বিকার করে জানান, এটা অকল্পনীয় বিষয়। এটা কেন্দ্র ফি। তবে দু একটা বিষয় ব্যতিক্রম হতে পারে বলে তিনি জানান। কুমারখালী উপজেলায় ২৭টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক নাজমুল হোসেন জানান, নির্ধারিত টাকা ব্যতিত অতিরিক্ত টাকা নেয়ার কোন নিয়ম নেই। যদি কোন ছাত্র-ছাত্রীর বকেয়া থেকে থাকে তা হলে সেটি নিতে পারেন। প্রবেশ পত্র বাবদ টাকা নেয়ার কোন নির্দেশনা নেই। যদি এমন করে থাকেন তা হলে তাদের বিষয়ে ব্যাখ্যা চাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন তিনি। সরকার শিক্ষাঙ্গনকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত করতে যেখানে নতুন নতুন পদক্ষেপ গ্রহন করেছেন। সেখানে বিগত আমল থেকে কুষ্টিয়ার এসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার প্রবেশ পত্র নিতে ঘুষ হচ্ছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী সংশ্লিষ্টদের।
Leave a Reply