কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘরে হামলা ঘটনা ঘটেছে। এই সময় দোকানের মালিক আবু তালেব হামলায় আহত হয়। গত (৭ এপ্রিল) সোমবার রাত ১১ টার সময় পাবনা সদর ভাঁড়ারা ইউনিয়নের খাস চর গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আবু তালেব (৪৫) এর দোকানে হামলা চালিয়ে, দোকানের মালামাল ভাংচুর করে এবং দোকানের মালিক আবু তালেব কে মারধর করে, একই গ্রামের নাজির ও উজির এর লোকজন। এই বিষয়ে আবু তালেব জানান, তার ছেলে ঢাকায় থাকে । ছেলের সঙ্গে নাজিরদের কথাকাটাকাটি হয়, এই জন্য তারা আমার দোকানে এসে আমার উপর হামলা চালিয়েছে এবং আমার দোকানের মালামাল ভাংচুর করে এবং আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে তারা। আমি এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালেবের ছেলের কাছে আমরা ১০ হাজার টাকা পাবো। সেই টাকা আনতে গিয়ে কথা কাটাকাটি হয় আবু তালেবের । তাদের অভিযোগ সত্য না। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, ঘটনা স্থান পাবনা সদরে এই ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply