1. nannunews7@gmail.com : admin :
April 13, 2025, 7:46 pm

প্লট দখল হস্তান্তর ও রেজিষ্ট্রেশন বুঝে না পাওয়ায় ৩৩ জন প্লট মালিকের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত সময় Monday, April 7, 2025
  • 155 বার পড়া হয়েছে

কুষ্টিয়া হাউজিং এস্টেট চতুর্থ পর্বের আবাসিক প্ল বিতরণে অনিয়মের অভিযোগ

কাগজ প্রতিবেদক ॥ নির্ধারিত টাকা দিয়ে প্লট কাগজে কলমে পেলেও বাস্তবে তা দখল ও বুঝে না পেয়ে দারুন দুর্ভোগে পড়েছেন কুষ্টিয়া হাউজিং এর চতুর্থ পর্ব বরাদ্দকৃত প্লট বুঝিয়ে না পাওয়ায় প্লট এর মালিকরা। নির্বাহী প্রকৌশলী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী ডিভিশন,ছপুরা,রাজশাহী কুষ্টিয়া হাউজিং অফিসে আজ সকাল ১১ টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সেগুন বাগিচা,ঢাকা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। জানাযায়, মানসম্মত গৃহায়নের ব্যবস্থা করা রাষ্ট্রের একটি সাংবিধানিক দায়িত্ব। আর এই সাংবিধানিক দায়িত্ব পালনের নিমিত্তে সকলের জন্য পরিকল্পিত আবাসনের ব্যবস্থা সরকার প্রতিশ্রুতিবদ্ধ । তার আলোকে গত ৬/১০/২০১৫ সালে
নির্বাহী প্রকৌশলী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী ডিভিশন,ছপুরা,রাজশাহী কর্তৃক কুষ্টিয়া হাউজিং এস্টেট স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প চতুর্থ পর্ব ২৮০ টি আবাসিক প্লট বরাদ্দের নোটিশ জারী করে। ১৬৮ তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক বৈধ আবেদনকারীদের মধ্যে যথাযথ নিয়ম অনুসরণ করে প্লটের বরাদ্দপত্র প্রদান করেন। সকল শর্ত ও নির্দেশনা মেনে সকল প্রকার প্রাপ্য অর্থ পরিশোধ করেন প্লট মালিকরা। ৬ মাসের মধ্যে বাস্তব দখল হস্তান্তর ও প্লটের দলিল সম্পাদনসহ রেজিষ্ট্রি করার বিধান থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। গত ১৪/১২/২০২৩ তারিখে প্লট, মালিকদের পল্ট বুঝিয়ে দেবার জন্য ২৮৯,৩৮২৪,৪৪৭৯,৭৭০৯,৭৭১০,৫০৬০,৮৬৪৪, নম্বর রীটপিটিশনের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট রায় হলেও তা বাস্তবায়ন করা হয়নি। শহরের এক টুকরা জমির স্বপ্ন পুরণের জন্য কেউ কেউ উচ্চ সুদে ঋণ নিয়ে, চাকুরীজীবিগণ পিএফ-জিপিএফ ঋণ নিয়ে, গৃহিনীগণ তাদের বিপদের শেষ সম্বল স্বর্ণংকার বিক্রি ধার-কর্জ করে গ্রামের জমি স্বল্প মূল্যে বিক্রি করে প্লটের জন্য দাবিকৃত মূল্য পরিশোধ করেছেন। ইতোমধ্যে কিছু প্লট মালিক প্লটের আশায় থাকতে থাকতে পরপারে পাড়িও জমিয়েছেন। নানা স্বপ্ন বুকে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে গিয়ে আরো নিসম্বল ও অসহায় হয়েছেন।এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কুষ্টিয়ার সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী সাথে কথা বললে তিনি বলেন, প্লট প্রাপ্তদের প্লট বুঝিয়ে দেয়ার কাজ চলছে। আমি নতুন আসছি, নতুন ম্যাপ সম্পন্ন হলেই তাদের প্লট বুঝিয়ে দেয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640