এনএনবি : দেশে মূল খাতগুলোয় ব্যবসা করার খরচ দ্রুত বেড়ে যাওয়ায় কমছে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা।
একসময় যে সস্তা শ্রম বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হিসেবে বিবেচিত হতো এখন অবকাঠামোগত দুর্বলতা, নীতিগত অনিশ্চয়তা ও ব্যবসায় ক্রমবর্ধমান খরচের কারণে সেই সুবিধা কমে যাচ্ছে।
বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়ন ও আঞ্চলিক বাণিজ্য জরিপে দেখা গেছেÑ ভিয়েতনাম ও ভারতের তুলনায় বাংলাদেশে শ্রমমূল্য তুলনামূলকভাবে কম হলেও লজিস্টিক, জ্বালানি, অর্থায়ন ও নিয়ন্ত্রক সংস্থার নীতিসহ মোট খরচ কাঠামো ক্রমেই নেতিবাচক হয়ে পড়ছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক প্রায় ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দেওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশের রপ্তানি বড় ধরনের ধাক্কা খাবে।
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণা অনিশ্চয়তা তৈরি করেছে। এটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ইতিবাচক নয়।
বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তৈরি করা লজিস্টিক সেক্টরের সমন্বিত প্রতিবেদনে বলা হয়েছেÑ উৎপাদন খরচের ১৫-২০ শতাংশ আসে লজিস্টিকস থেকে। ভিয়েতনামে তা নয় থেকে ১১ শতাংশ।
এর প্রধান কারণ দুর্বল সড়ক অবকাঠামো, চট্টগ্রাম বন্দরে পণ্যজট ও পুরোনো লজিস্টিক ব্যবস্থা।
ভিয়েতনাম গভীর সমুদ্র বন্দর ও আধুনিক পরিবহন ব্যবস্থায় বিনিয়োগ করায় পণ্য সরবরাহে সময় কমে যাওয়ার পাশাপাশি সরবরাহ খরচ কমেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির প্রতিযোগিতার সক্ষমতা বেড়েছে।
আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও ফার্নেস অয়েল ব্যয়বহুল হওয়ায় এসবের ওপর বাংলাদেশের নির্ভরতা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। ব্যবসাকে অস্থিতিশীল করেছে।
তুলনামূলকভাবে, ভিয়েতনাম ও ভারত সফলভাবে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়িয়েছে। এর ফলে জ্বালানি সরবরাহ স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি হয়েছে। উৎপাদন অনিশ্চয়তা কমেছে।
ছোট অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও কম্বোডিয়া প্রতিবেশীদের কাছ থেকে সাশ্রয়ী দামে জলবিদ্যুৎ আমদানি করায় উপকৃত হচ্ছে।
বাংলাদেশ ক্রমবর্ধমান খরচের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
সম্প্রতি স্মার্ট সুদ হার গ্রহণ করায় ব্যবসায়িক ঋণের সুদ হার ১৩ শতাংশের বেশি।
ভিয়েতনামের প্রতিষ্ঠানগুলো সাত থেকে নয় শতাংশ সুদে ঋণ পায়। ভারত সম্প্রতি আর্থিক নীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের সুদ হার আট থেকে ১০ শতাংশ করেছে।
বাংলাদেশ নীতিগত অসঙ্গতিও মারাত্মক বাধা হয়ে দাঁড়াচ্ছে।
শুল্ক কাঠামোয় ঘন ঘন পরিবর্তন, নিয়ন্ত্রক সংস্থার দেরি ও মূল ব্যবসায়িক নীতিতে পূর্বাভাসের অভাব দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কমিয়ে দিয়েছে।
ভিয়েতনাম ও কম্বোডিয়া স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ মেনে চলছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ২০২১ সালে পরিচালিত ‘ভিয়েতনামের চমৎকার রপ্তানি পারফরম্যান্স: বাংলাদেশের জন্য শিক্ষা’ শীর্ষক তুলনামূলক গবেষণায় দেখা গেছেÑ ভিয়েতনাম এখন বার্ষিক সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হিসেবে প্রায় ২৭ বিলিয়ন ডলার পাচ্ছে। বাংলাদেশ তিন বিলিয়ন ডলার বিনিয়োগ পেতে হিমশিম খাচ্ছে।
অপেক্ষাকৃত ছোট অর্থনীতির দেশ কম্বোডিয়ার মাথাপিছু বিদেশি বিনিয়োগও বাংলাদেশের তুলনায় বেশি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজের মতে, বিষয়টি এখন আর পোশাক খাতে সীমাবদ্ধ নেই। প্রচুর খরচ ও কাঠামোগত অদক্ষতার কারণে পুরো ব্যবসা চাপে পড়েছে।
‘ভূ-রাজনৈতিক পরিবর্তন, ক্রমবর্ধমান বাণিজ্যিক সংরক্ষণবাদ ও অটোমেশন বিশ্বব্যাপী ভ্যালু চেইনকে নতুন আকার দিচ্ছে। শক্তিশালী দেশগুলো এসবের সুযোগ নিচ্ছে। কিন্তু, বাংলাদেশ পিছিয়ে পড়ছে।’
বাণিজ্য সহজ করতে, লজিস্টিক আধুনিক করতে, অবকাঠামো শক্তিশালী করতে ও মানবসম্পদ গড়ে তুলতে সংস্কার জরুরি বলে মনে করেন তিনি।
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আসার মাধ্যমে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা নিয়ে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও পরীক্ষায় পড়বে।
Leave a Reply