এনএনবি : দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ক্ষমতাচ্যুতির পর এবার দেশটির পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন এবং জনগণের রায় জানতে এ বিষয়ে গণভোটও প্রস্তাব করেছেন।
এক সংবাদ সম্মেলনে স্পিকার উ ওন-শিক বলেন, “জনগণের কাছে আমার প্রস্তাব এই যে এখন আমাদেরকে এখন দ্রুত সংবিধান সংশোধনের পথে যেতে হবে।
“অসাংবিধানিক ও অবৈধ সামরিক আইন জারি এবং এর জেরে (ইউনের) অভিশংসনের পর, সংবিধান সংশোধনের আশু প্রয়োজনীয়তার বিষয়ে জনগণের মতৈক্য এখন যে কোনও সময়ের চেয়ে বেশি জরুরি।”
নতুন প্রেসিডেন্ট নির্বাচন ও সংবিধান সংশোধন নিয়ে গণভোট একসঙ্গেই করার প্রস্তাব দিয়েছেন ওন-শিক। দক্ষিণ কোরিয়ায় সাংবিধানিক আদালত গত শুক্রবার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অপসারণ করে। এরপর নিয়মানুযায়ী, দুই মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
ইউন গতবছর ৩ ডিসেম্বর স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির পর সাংবিধানিক আদালত ইউনের বিরুদ্ধে পার্লামেন্টের আনা অভিশংসন বহাল রেখে রায় দেয়। এতে দক্ষিণ কোরিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল।
স্পিকার উ ওন-শিক বলেন, “আদলতের রায়ে জাতির বিভ্রান্তির অবসান হয়েছে। তবে প্রেসিডেন্টের ক্ষমতাকে কেন্দ্র করে ধ্বংসাত্মক সংঘাতের সম্ভাবনা এখনও রয়ে গেছে। দক্ষিণ কোরীয়দের অনেকেই প্রেসিডেন্টের সম্রাটতুল্য ক্ষমতার পরিবর্তন চায়।” প্রেসিডেন্টের এমন ক্ষমতাকে রাজনৈতিক সংঘর্ষের উৎস বলে উল্লেখ করেন তিনি।
গতমাসে গ্যালোপ কোরিয়া পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ মানুষ প্রেসিডেন্সি ব্যবস্থাকে ঠিক করতে সংবিধান সংশোধনের পক্ষে মত দিয়েছে। বিপরীতে ৩০ শতাংশ মানুষ এটি অপ্রয়োজনীয় বলে মত দিয়েছে।
সর্বশেষ ১৯৮৭ সালে দক্ষিণ কোরিয়ার সংবিধান সংশোধন করা হয়েছিল। সে সময়ই সরাসরি ভোটে পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি চালু হয়।
সম্প্রতি কয়েকবছরে দেশটির রাজনৈতিক পরিমন্ডলে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা সংবিধান সংশোধনসহ প্রেসিডেন্টের চারবছর মেয়াদ চালু করার কথা বলে এসেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কোনও নেতাই এখন পর্যন্ত এ বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেননি।
Leave a Reply