কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরে রং লেনে ছুটে আসা প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাহাত ইসলাম পলাশ (৩০) ও মোঃ ফাহিম অনিক(২৩) নামের দুইজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সিগারেট পন্য বিক্রয় প্রতিনিধি হিসেবে সাভারে কর্মরত ছিলেন ও অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। এঘটনায় আহত হয়ে তানভীর গণি (২৩) নামের আরো ১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন জানান, ‘বুধবার রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন মজমপুর থেকে চা খেয়ে মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে জিলা স্কুলের সামনে পৌছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাই। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে গুরুতর আহত মোঃ ফাহিম অনিক নামের আরো একজনের মৃত্যু হয়। ওই মটরসাইকেল আরোহী আরও একজন গুরুতর আহত তানভীর গণি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রাথমিক ভাবে জানা যায়, দুই লেনের সড়কে প্রাইভেট কারটি মজমপুর গেইট পার হয়ে কুষ্টিয়া-ঝিনাইদাহ ডাবল লেন সড়কের ডানদিকে ঢুকে রং সাইড দিয়ে বেপরোয়া গতিতে আসায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর প্রাইভেট কারটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি, রাস্তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই কারটি চিহ্নিত করে আটক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
Leave a Reply