এনএনবি : খোশ আমদেদ ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধানার পর ঈদুল ফিতরের আনন্দ দোরগোরায়। আজ রোববার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্বীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।
দেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে আগামী পরশু মঙ্গলবার। জাতীয় ঈদগাহসহ সারা দেশের মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য আজ রোববার বার বাদ মাগরিব বায়তুল মোকারম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৫ হিজরী সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
Leave a Reply