গণতন্ত্র রক্ষায় ১৭ বছর বিএনপি লড়াই করেছে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়ন বিএনপির উদ্যেগে ইফতার পূর্বক এক আলোচনা সভায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, গণতন্ত্র রক্ষায় ১৭ বছর বিএনপি লড়াই করেছে। আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে হঠাৎ করে বিপ্লব হয়নি। বিপ্লবের ভিত্তি তৈরি করতে হয়েছে,এই ভিত্তি তৈরি করেছে বিএনপি। এখনো গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত থেমে নেই।
শুক্রবার ২৮ মার্চ বিকেলে বাশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহম্মদ আলী। বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন। উক্ত ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply