কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে প্রাগপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হন। আসমত আলী আদাবারিয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা।
এর এক ঘণ্টা পর সকাল ৮টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে ভিজিএফের চাল নিতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী প্রাণ হারান। নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী বলে জানান, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বালুভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নার্গিস খাতুন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানিয়েছেন, ঘটনা¯’লে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যব¯’া নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
Leave a Reply