বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বেলা ১০টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। উপজেলার পৌরসভার সহ ১৫টি ইউনিয়নে ৬০৮০ জন প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে এসব বীজ ও সার দেয়া হয়।
কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তার ডাক্তার মাহমুদুল হক, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান। কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ মাহমুদ পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানউল হক, আব্দুর রফিক,নাজমুল হোসেন, আশরাফুল আলম প্রমূখ। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে। উপজেলায় পৌরসভার সহ ১৫টি ইউনিয়নে ৬০৮০ জন কৃষকের মাঝে বীজ ও সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন বলেন, এ কর্মসূচির আওতায় ৬০৮০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
Leave a Reply