আলমডাঙ্গা ব্যুারো ॥ আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামে জমাজমির বিষয় নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে পিতা,পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে মারাত্বক জখম হয়।দ্রুত তাদের উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। জানাগেছে ,দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলমান রয়েছে। মধুপুর গ্রামের, তুরাপ মন্ডলের ছেলে মোঃ বাবলুর রহমান (৪২),আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করেন,
মোঃ গোলাপ আলী (৭০), জুনাব আলী (৫০), উভয় পিতা-মৃতঃ মিরু মন্ডল, ৩। মোঃ আসাদুল (২৫), ৪। ইমাদুল হোসেন (১৮), উভয় পিতা- জুনাব আলী, সর্ব সাং- মধুপুর, ৫। ডাঃ মোঃ সালাম (৪০), পিতা- অজ্ঞাত, সাং- ছত্রপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৬। মোঃ ইকলাস (৫০), পিতা-অজ্ঞাত, সাং- শরিফপুর, থানা- ইবি, জেলা-কুষ্টিয়া।

বাবলুর রহমান অভিযোগ করে বলেন, আমি অদ্য ২৭/০৩/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ৬:০০ ঘটিকার সময় আমাদের পশ্চিমের মাঠে আমাদের নিজ নামীয় জমিতে আমি ও আমার পিতা সেঁচ দিতে ছিলাম। এমন সময় ৫ ও ৬নং বিবাদীদের হুকুমে ১ থেকে ৪নং বিবাদীগণ আমাদের হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি, লোহার রড, রাম দা হাতে নিয়ে উক্ত মাঠে আমাদের কাছে যায়। আমরা কোন কিছু বুঝে উঠার পূর্বেই প্রথমে ১নং বিবাদী তার হাতে থাকা রাম দা দিয়ে আমার পিতার মাথায় বেশ কয়েকটি কোপ মেরে রক্তাক্ত জখম করে, আমি ঠেকাইতে গেলে, ২নং বিবাদীর হাতে থাকা রাম দা দিয়ে আমার মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে আমি ও আমার পিতা মাটিতে পরে গেলে ৩নং ও ৪নং বিবাদীদ্বয় বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আমাদের এলোপাতাড়ি মারপিট করে আমাদের শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে। পরবর্তীতে আমরা প্রাণ বাঁচাতে ডাকচিৎকার করলে সাক্ষী-১। মোঃ মান্নান, পিতা- মৃতঃ আক্কাস মুন্সি, ২। মোঃ আলমঙ্গীর হোসেন, পিতা- মৃতঃ আরশাদ মন্ডল, উভয় সাং-মধুপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গান্বয় এসে আমাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে থাকা কতার্যরত চিকিৎসক আমার মাথায় ১২/১৩টি সেলায় এবং আমার পিতার মাথায় ২০/২২টি সেলায় সহ আমাদের। প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এছাড়া ৫নং ও ৬সং বিবাদীদের কথামতো ১ থেকে ৪নং বিবাদীগণ দীর্ঘদিন যাবত আমাদের বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছে। এবিষয়ে তারা আলমডাঙ্গা থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়।এবিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমানের সাথে কথা হয়। তিনি বলেন আমরা মামলা নিয়েছি, তদন্ত পুর্বক আসামী দের বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা নেব।
Leave a Reply