মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে মিল এলাকায় বিভিন্ন স্থানে বোমা রাখার ঘটনায় সন্দেভাজন মাষ্টারমাইন্ড রাসেল উদ্দিন টগরকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ প্রায় একমাস ধরে দর্শনা থানা পুলিশ গভীর তদন্ত ও ব্যাপক অনুসন্ধান করে গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড সুমনের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় রাসেল উদ্দিন টগরকে (৪৫) গ্রেফতার করা হয়।পুলিশ জানান, গ্রেফতারকৃত টগর সবুজ সংগঠনের অর্থদাতা ও নির্বাচন পরিচলানার মাষ্টার মাইন্ড বলে জানান শ্রমিকরা। তিনি কেরুজ ঝাঁঝরি ফার্মের করণিক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলো। বিভিন্ন আকার ইঙ্গিতে নির্বাচন বাঁধাগ্রস্থ করে আসছিল টগর।দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, তাকে নজরদারিতে রাখা
হয়েছিল। সে কেরু চিনিকল এলাকায় বোমা রেখে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছিল। এ অভিযোগে প্রধান অভিযুক্ত তিনি।
Leave a Reply