মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর কামিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের সভাপতি মারফত আফ্রিদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ প্রবেশ পত্র বিতরণ করেন। এ সময় কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মহন, শিক্ষক প্রতিনিধি আব্দুল আলিম, অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান রানা, ইসতিয়াক আহাম্মেদ, নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি বলেন, পরীক্ষা হচ্ছে মূল্যায়নের একমাত্র পন্থা। আর এসএসসি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের একটি মাইলফলক। এসএসসি পরীক্ষার মূল্যায়নের মধ্য দিয়েই শুরু হয় জীবনের প্রথম অধ্যায় । তাই এই পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম ধাপ এর মধ্য দিয়ে যাত্রা শুরু হয় উচ্চ শিক্ষার।

প্রতিষ্ঠানের সভাপতি আরো বলেন, বর্তমানে পরীক্ষা পদ্ধতিতে গঠনমূলক অনেক পরিবর্তন হয়েছে। আগের পরীক্ষা পদ্ধতি এখনকার পরীক্ষা পদ্ধতির মাঝে রয়েছে অনেক ভিন্নতা। অধিক মনোযোগী হয়ে নিজের চিন্তা শক্তির বিকাশ ঘটিয়ে পড়লে ভাল ফলাফল করা প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই সহজ।
Leave a Reply