ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযা চালিয়ে ৪ জনকে কারাদন্ড এবং ৬ লক্ষ টাকার মালামাল ধ্বংস ও কারখানা সিলগালা করা হয়েছে। সোমবার উপজেলার সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেছে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়া। এসময় সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে বিএসটিআই এর লোগো ব্যবহার করে বিএসটিআই’র বাধ্যতামূলক আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, আইস ললি, এডিবল জেল ইত্যাদি পণ্য উৎপাদন, বিক্রয় এবং বিতরণ করার অপরাধে আলমগীর ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানের ২ জন প্রতিনিধিকে ১ মাসের কারাদন্ড এবং অপর ২ জন প্রতিনিধিকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের প্রায় ৬ লক্ষ টাকা সমমুল্যের মালামাল ধ্বংস করা হয় এবং

প্রতিষ্ঠানটি সিলগালা করেছে অভিযানিক দল। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার ফিল্ড অফিসার (সিএম) দীপঙ্কর কুমার দত্ত, এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাজমুস সায়াদত।
Leave a Reply