1. nannunews7@gmail.com : admin :
April 3, 2025, 11:27 pm

দৌলতপুরে চরের বাথান থেকে ৪৬টি মহিষ লুট : উদ্ধার-৬

  • প্রকাশিত সময় Monday, March 24, 2025
  • 18 বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে চরের বাথান থেকে লুটকরা প্রায় দেড় কোটি টাকার ৪৬টি মহিষের মধ্যে পুলিশ উদ্ধার করেছে মাত্র ৬টি। ৪০টি মহিষ উদ্ধার হয়নি আজও। দেড়মাস পার হলেও লুট হওয়া মহিষ উদ্ধার না হওয়ায় মহিষের বাথান মালিকের পরিবারের সদস্যরা রয়েছেন নিরাপত্তাহীনতায়। এদিকে মহিষ লুটকারী সন্ত্রাসীরা এলাকায় বহাল তবিয়তে থেকে প্রকাশ্যে অপরাধ বাণিজ্য চালিয়ে গেলেও পুলিশ রয়েছে নির্বাকার। তবে পুলিশের দাবি লুট হওয়ার মহিষের মধ্যে ৬টি মহিষ উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
¯’ানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে রাজু হোসেন (১৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পদ্মার চরে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার জের ধরে পরদিন সকালে একই এলাকার সাঈদ মন্ডলের চরের বাথান থেকে ৪৬টি মহিষ লুট করে সন্ত্রাসীরা। একইদিন রাতে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় কালু কবিরাজের বাথান থেকে ৩৪টি গরু লুট করা হয়। কালু কবিরাজ সন্ত্রাসীদের ৫ লক্ষ টাকা চাঁদা দিয়ে ৩০টি গরু ফেরত পেলেও ৪টি গরু বিক্রি করে সে অর্থও ভাগাভাগি করে নেয় সন্ত্র্রাসীরা। তবে বাথান মালিক সাঈদের লুট হওয়া প্রায় দেড় কোটি টাকার ৪৬টি মহিষ আজও ফেরত দেয়নি সন্ত্রাসীরা। মরিচা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও

সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে তার লোকজন মহিষ লুট করে নেয় বলে সেসময় দৌলতপুর থানায় অভিযোগ করেন সাঈদ মন্ডলের স্ত্রী তমা খাতুন। অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ মরিচা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে আটক করে থানা হেফাজতে নেয়। লুটকরা মহিষ ফেরত দেওয়ার শর্তে মুচলেখা নিয়ে থানা থেকে সাইদুর রহমানকে ছেড়ে দেয় পুলিশ। কিš‘ ঘটনার দেড়মাস পার হলেও আজও ফেরত দেয়নি লুট হওয়া মহিষ।
লুট হওয়া মহিষ মালিক সাইদ মন্ডলের স্ত্রীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয় ১১ ফেব্রুয়ারি সকালে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া পদ্মার চরে সাইদ মন্ডলের মহিষের বাথান বাড়ি থেকে মহিষের রাখালদের মারপিট ও অস্ত্রের মুখে জিম্মি করে ৪৬টি মহিষ গরু লুট করে নিয়ে যায় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের নির্দেশে তার লোকজন। এসময় তারা মহিষের রাখাল মাজদার আলী (৫০), কামাল হোসেন (৩৫) ও সৈকত (৩৫) কে বেধড়ক মারপিট করে ও অস্ত্রের মুখে অপহরণ করে পাশর্^বতী রহিমপুর মাঠে নিয়ে আটকে রাখে। বাথানের মহিষ সহ রাখালদের অপহরণ করা হয়েছে এমন সংবাদ পেয়ে পরদিন ১২ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১দিকে দৌলতপুর থানা পুলিশ ঘটনা¯’লে গিয়ে মহিষের রাখালদের উদ্ধার করে। তবে লুট হওয়া ৪৬টি মহিষ উদ্ধার করতে পারেনি পুলিশ। লুট হওয়া ৪৬টি মহিষ মূল্য প্রায় দেড় কোটি টাকা উল্লেখ করে সেসময় অভিযোগ দায়ের করেন মহিষের বাথান মালিক সাইদ মন্ডলের স্ত্রী তমা খাতুন। অভিযোগে মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান (৬০) কে প্রধান অভিযুক্ত করে ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এদের মধ্যে পলাশ (৩৫), জাকির (৩৫), বকুল (৩৮), জিম (২২), অভিক (২০), ইমরান (২৫), বক্কর (৬৫), মোজাফফার (৫০), হানা প্রামানিক (৫৭), তককুল (৪৫), রাসেল (২৬) ও বাদশা (৪০) উল্লেখযোগ্য। এরা এলাকায় বহাল তবিয়তে রয়েছে এবং বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কর্মকন্ডে লিপ্ত রয়েছে।
তবে বাথানের মহিষ লুটের অভিযোগ সেসময় অস্বীকার করে মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেছিলেন, আমি ঘটনার দিন রাজুর লাশের ময়নাতদন্ত সহ লাশ নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। এলাকার খারাপ লোক এমন কাজ করেছে কিনা আমার জানা নেই।
লুট হওয়া মহিষ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, লুট হওয় ৬টি মহিষ উদ্ধার করে আদালতের নির্দেশে বাদীর জিম্মায় দেওয়া হয়েছে। বাঁকী মহিষ উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে। রাজু হত্যার ঘটনার জের ধরে পদ্মার চরে সাইদ মন্ডলের বাথান বাড়িতে হামলা চালিয়ে বাথানের ৪৬টি মহিষ লুট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640