1. nannunews7@gmail.com : admin :
April 3, 2025, 10:58 pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক কারাগারে

  • প্রকাশিত সময় Sunday, March 23, 2025
  • 9 বার পড়া হয়েছে

এনএনবি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. আক্তার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হাতাহাতির ঘটনায় দায়ের করা মামলায় রোববার (২৩ মার্চ) ভোরে সদর উপজেলার আউসা (হাউসা) এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। আক্তার হোসেন আউসা (হাউসা) গ্রামের আব্দুল মনিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শনিবার ইফতার মাহফিলে দুই পক্ষের হাতাহাতিতে শান্ত নামের এক যুবক আহত হয়েছেন। তার দায়ের করা মামলার আসামি হিসেবে আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 


এর আগে শনিবার (২২মার্চ) নগরীর আমান উল্ল্যাহ কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখা। ইফতারের আগ মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপি সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসমিন জারা। এসময় মঞ্চের সামনের সারিতে বসা ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এসময় ঘটনার ভিডিওচিত্র ধারণকালে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন নেতাকর্মীরা। এতে সাংবাদিকরা প্রতিবাদ জানালে তারা উল্টো তেড়ে আসেন। পরে সাংবাদিকরা ইফতার বয়কট করে চলে যান।
একইসঙ্গে এনসিপির একটি পক্ষও ইফতার না করে বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640