রমজানের ত্যাগ ও সংযোমের শিক্ষা নিয়ে আমাদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে ঃ সৈয়দ মেহেদী আহমেদ রুমী
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বার বার নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, রমজানের ত্যাগ ও সংযোমের শিক্ষা নিয়ে আমাদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন, বিগত দিনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান সেই বেড়াজাল থেকে আমাদের বের হতে নির্দেশ দিয়েছেন। তিনি বিশ^াস করেন ধর্মীয় প্রতিষ্ঠানে সকল মন আদর্শের মানুষের একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে কোন রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা হলে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে। ধর্মকে অবজ্ঞা করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক প্যানেল মেয়র ও শহর বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন চৌধুরী মিলনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল পিপি এ্যাডঃ শামিম উল হাসান অপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বিএনপি নেতা মেজবাহুর রহমান পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার, কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম, ড্যাব নেতা ডাঃ নাসিমুল বারী বাপ্পি, সাবেক ছাত্রদল নেতা আব্দুল মুঈদ বাবুল প্রমুখ।
Leave a Reply