মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ১২ মামলার সাজাসহ ২০ মামলার পলাতক আসামী কাঠদহের হাফিজুল রহমান (৪৫)কে ঢাকা মতিঝিল এলাকা থেকে আটক করেন। থানা সূত্রে জানান হাফিজুলের নামে ১২ টি মামলার সাজা হয়েছে এবং ৮ টি মামলা বিচারাধীন আছে। ১৭ মার্চ সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার ইন্সেপেক্টার তদন্ত মোঃ আব্দুল আজিজ’র নেতৃত্বে এস আই শরিফুল ইসলাম, এস আই শফিকুল, এএসআই মামুনুর রশীদ, এএসআই শরিফুল ইসলাম ও সঙ্গীয় ঢাকা মতিঝিল এলাকা থেকে আটক করেন হাফিজুলকে। তার বাড়ি পোড়াহদ ইউনিয়নের চিথলিয়া গ্রামের কাটদহ গ্রামের মৃত্যু জয়নাল আবেদিনের পুত্র হাফিজুল ইসলাম। তবে হাফিজুল জানান সুকৌশলে আমার থেকে জোর করে আমার নামে থাকা ব্যাংকের সকল

চেকের পাতায় স্বাক্ষর করে নিয়েছিল। ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া আদালতে প্রেরণ করেন।
Leave a Reply