ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ দেশব্যাপী ধর্ষণ ও শিশু নির্যাতন প্রোতিরোধ এবং ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়ার মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের আইনের আওতায় নিয়ে দ্রুত ফাঁসীর দাবীতে কুষ্টিয়ার ভেড়ামারায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার বিকালে শহরের প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,

এস এস আল হুসাইন সোহাগ, ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহারুল ইসলাম বকুল, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম সাজু, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ সিজার, ভেড়ামারা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাব্বি শেখ, মো: মমিনুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক সদস্য, আরিফুল ইসলাম নিলয় গাজী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর ছাত্রদলের আহবায়ক অমিত রায়, যুগ্ন আহবায়ক ফেরদৌস সিয়াম, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, ওয়াসিম আকরাম, যুগ্ন আহবায়ক সাকিবুজ্জামান শাকিব, যুগ্ন আহবায়ক স্বাধীন আহমেদ, ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকাশ আলী সহ নেতৃবৃন্দ। ভেড়ামারা উপজেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
Leave a Reply