মিরপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আমজাদ আলী বিশ^াস মিরপুর থেকে ॥ রহমত, বরকত ও মাগফেরাতের এই মহিমান্বিত মাসে পারস্পারিক সম্প্রীতি ও আল্লাহর সš‘ষ্টির প্রত্যাশায় কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে বরকতময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ আবুল হাশেম বলেন,

ফ্যাসিষ্টরা শুধু বিদেশেই নয়, রাষ্ট্রের গুরুত্বপুর্ণ পদেও আসীন আছেন, তাদের চিহ্নিত করতে হবে। তিনি বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন না হলে –জুলাই-আগষ্টে অভ্যুত্থানে নেতৃত্বদানীকারী ছাত্রদের দাবী জাষ্টিস প্রতিষ্টিত হবে না। তাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, ধর্ষণ মুক্ত করতে হলে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে গঠিত একটি সংসদ গঠন করতে হবে তবেই একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যশা পুরণ হবে। এটি আমার কথা নয় বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন মনে করেন। তিনি বলেন, বিগত স্বৈরশাসকের দুঃশাসনে দেশ আজ চরম ক্লান্তি কাল অতিক্রম করছে। তাই সাধারণ মানুষ মনে করে সমাজে, রাষ্ট্রে যদি ইনসাফ প্রতিষ্টিত হয় তা হলে সকল মব, সকল অনিয়ম, দুর্নীতি, ধর্ষণ বন্ধ হবে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে ৭১ থেকে ২৪’র চেতনা নিয়ে একটি ন্যায়, নীতি, শান্তিপুর্ণ দশে গঠনে আমাদের সকলে এক সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর জেলা নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী, জামায়েত ইসলামীর মিরপুর উপজেলা আমীর মাওলানা খন্দকার রেজাউল করিমের সভাপতিত্বে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জামায়েত নেতা জুমারত আলী, শাহ আক্তার মামুন প্রমুখ। ইফতার পূর্ব দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক।
Leave a Reply