কাগজ প্রতিবেদক ॥ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া পৌর এলাকার মজমপুর গেট ও পাঁচ রাস্তার মোড় এলাকায় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিনের উদ্যোগে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় কালে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত সময়ে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা জেল খেটেছেন, যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, তাদের মতো পরীক্ষিত সৈনিকদের নিয়ে প্রতিটি ইউনিটকে বিএনপির নেতৃত্বে ঢেলে সাজানো হবে। এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী রবিউল আওয়াল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন,যুবদলের সাবেক সহ সমন্বয়ক শাহনেওয়াজ সুমন, জেলা
ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি,কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহমেদ মসনদ,সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম,মো: রাজিব খন্দকার, মো:-জিয়াউর রহমান জিয়া সদস্য শহর শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের মাধ্যমে সদর উপজেলা ও পৌর এলাকায় বিএনপি ৩১ দফা দাবী বাস্তবায়নে জনসমর্থন তৈরি করার আহ্বান জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
Leave a Reply