এনএনবি : রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করতে সৌদি আরবে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেইনের কর্মকর্তারা। মঙ্গলবার এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে কিইভ।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা করছেন, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক বাকবিত-ায় ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঠিক করতে সহায়ক হবে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই বৈঠক। তিনি প্রাথমিকভাবে আকাশ ও সমুদ্রে রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন।
এই প্রস্তাবের লক্ষ্য হল: তিনি যুদ্ধ দ্রুত সমাপ্ত করার জন্য ট্রাম্পের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেইনীয় নেতাকে শান্তির জন্য প্রস্তুত না থাকার অভিযোগ করেন এবং রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার ওপর জোর দেন।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই কিইভের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধের বিষয়ে নীতি পরিবর্তন করেছে এবং ইউক্রেইনের ওপর চাপ বাড়িয়েছে। তারা সামরিক সহায়তা বন্ধ করেছে এবং কিইভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত রেখেছে।
তবে সৌদি আরবে দুই পক্ষের মধ্যে বৈঠক ‘খুব গঠনমূলকভাবেই’ শুরু হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন, জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমক। তিনি অলোচনায় ইউক্রেইনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সোমবার রাতে এক্স-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কিও লিখেছেন, “আমরা বাস্তবসম্মত ফলের আশা করছি। ইউক্রেইনের অবস্থান পুরোপুরি গঠনমূলক হবে।”
ওদিকে, এই বৈঠকের আগে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে চালানো বৃহত্তম ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ বহু ফ্লাইট অন্যত্র পাঠিয়ে দিতে বাধ্য হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ সময় রাশিয়ার আকাশ থেকে মোট ৩৩৭টি ইউক্রেইনীয় ড্রোন ভূপাতিত করা হয়, এগুলোর মধ্যে ৯১টি মস্কোর এবং ১২৬টি কুর্স্কের উপর থেকে। এর আগে গত শনিবার এক হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়।
জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের তার যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে আনতে চেষ্টা করছেন। তিনি বলছেন, এটি মস্কোর শান্তিচুক্তির সদিচ্ছা পরীক্ষা করার একটি সুযোগ।
অন্যদিকে, কিইভ ট্রাম্পের সঙ্গে সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। উত্তপ্ত বাক্যবিনিময়ের ফলে একটি দ্বিপক্ষীয় খনিজ চুক্তি সই আটকে গেছে এবং ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।
মঙ্গলবারের বৈঠকে এই চুক্তি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প এটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, কারণ এটি ইউক্রেইনের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তার ক্ষতিপূরণ হিসেবে কাজ করবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সাংবাদিকদের বলেছেন, এ আলোচনার মাধ্যমে ইউক্রেইন শান্তির জন্য কতটা ছাড় দিতে প্রস্তুত, তা বোঝা যাবে। তিনি বলেন, “যুদ্ধবিরতি এবং যুদ্ধের অবসান সম্ভব হবে কেবল তখনই, যখন উভয় পক্ষ কিছু ছাড় দেবে।”
রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন। ইউক্রেইনের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক। তবে সৌদি আরবে থাকলেও জেলেনস্কি সরাসরি আলোচনায় অংশ নেবেন না।
ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “সৌদি আরবের জেদ্দায় ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়েছে।”
ওদিকে, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আশা প্রকাশ করেছেন, ইউক্রেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি শিগগিরই সই হবে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফরের পরিকল্পনাও করছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ইউক্রেইনের ইউরোপীয় মিত্ররা বলছেন, রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি কেবল তখনই সম্ভব, যখন কিইভ শক্তিশালী অবস্থানে থেকে আলোচনা করবে। তারা মনে করে, আক্রমণকারী রাষ্ট্রের সঙ্গে আলোচনায় যেতে ইউক্রেইনের তাড়াহুড়ো করা উচিত নয়।
Leave a Reply