1. nannunews7@gmail.com : admin :
March 12, 2025, 7:07 pm
শিরোনাম :
এবার শাপলা চত্বরে ‘গণহত্যার’ অভিযোগে হাসিনাসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কুষ্টিয়া হরিপুরে ফেসবুকে স্টাটাস দিয়ে যুবকের আত্মহত্যা কুষ্টিয়ায় ব্যবসায়ীর পুরুষাঙ্গ কর্তনের মামলায় ৭ হিজড়া কারাগারে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ অধ্যক্ষ সোহরাব উদ্দিন মিরপুরে “ভোটার তালিকা হালনাগাদের ২য় সমন্বয় সভা অনুষ্ঠিত আলমডাঙ্গার বৈদ্যনাথপুর সড়কে বাঁশ বেধে গতিরোধ করে ছিনতাই কুষ্টিয়ায় প্রতিবন্ধী নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক নামের আগে ডাক্তার লিখতে তাকে অবশ্যই নুন্যতম পাঁচ বছরের এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী থাকতে হবে অন্তত ২ বিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

মস্কোয় ইউক্রেইনের বৃহত্তম ড্রোন হামলা

  • প্রকাশিত সময় Wednesday, March 12, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : রাশিয়ার রাজধানী মস্কোকে নিশানা করে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন। এতে অন্তত একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় ভোরে চালানো এই হামলায় নগরীটির বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ বহু ফ্লাইট অন্যত্র পাঠিয়ে দিতে বাধ্য হয়।

 


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ সময় রাশিয়ার আকাশ থেকে মোট ৩৩৭টি ইউক্রেইনীয় ড্রোন ভূপাতিত করা হয়, এগুলোর মধ্যে ৯১টি মস্কোর এবং ১২৬টি কুর্স্কের উপর থেকে।
রয়টার্স লিখেছে, তিন বছর ধরে চলা যুদ্ধ নিয়ে সম্ভাব্য শান্তি আলোচনার উপায় খুঁজতে ইউক্রেইনীয় একটি টিম সৌদি আরবে মার্কিন টিমের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নেওয়ার এবং কুর্স্কে কয়েক হাজার ইউক্রেইনীয় সেনাকে রুশ বাহিনী ঘিরে ফেলার চেষ্টা করার সময়টিতে এই ব্যাপক ড্রোন হামলা চালালো কিইভ।
মস্কোর মেয়ার সের্গেই সোবিয়ানিন জানান, সকাল গড়িয়ে যাওয়ার সময়টিতেও রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শহরটির ওপর হামলা প্রতিরোধ করায় ব্যস্ত ছিল।
মস্কো ও নগরীটিকে ঘিরে থাকা অঞ্চলে অন্তত দুই কোটি ১০ লাখ মানুষ বসবাস করেন। এটি ইউরোপের বৃহত্তম মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে একটি।
“মস্কো এ পর্যন্ত শত্রুর যতগুলো ইউএভি (ড্রোন) হামলা প্রতিরোধ করেছে সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় আক্রমণ,” টেলিগ্রামে এক পোস্টে বলেছেন সোবিয়ানিন।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানান, অন্তত একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্টের ছবি পোস্ট করেছেন যেটির জানালা উড়ে গেছে।
তিনি জানান, মস্কো অঞ্চলের রামেনস্কয় জেলার একটি বহুতল ভবন থেকে কিছু বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। এই এলাকাটি ক্রেমলিন থেকে ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে।
রয়টার্স জানিয়েছে, এতো বড় হামলা হলেও মস্কোতে আতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। মস্কোর কেন্দ্রীয় অঞ্চলে যাত্রীরা অন্যদিনের মতো স্বাভাবিকভাবেই কাজে যোগ দিতে বের হয়েছেন।
রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার পর আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর চারটি বিমানবন্দরের সবগুলো থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
মস্কোর পূর্বাঞ্চলীয় নিঝনি নভগোরদ ও ইয়ারোস্লাভল অঞ্চলের দু’টি বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘ইউক্রেইনে শান্তি প্রতিষ্ঠা করতে চান’ বললেও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কুর্স্কে ইউক্রেইনীয় সেনাদের বিরুদ্ধে বড় ধরনের বসন্তকালীন আক্রমণ শুরু করেছে রাশিয়া আর ইউক্রেইন শত্রু দেশের অনেক গভীরে ড্রোন হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640