এনএনবি : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়েছেন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। সেখানে সামরিক কর্মকর্তাসহ ১৮২ জনকে জিম্মি করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের বোলান এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ সময় গোলাগুলিতে ২০ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে বিএলএ। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিকত করেনি। অন্যদিকে, গোষ্ঠিটি হুমকি দিয়ে বলেছে পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ যদি জিম্মিদের বাঁচাতে কোনো ধরনের অভিযান চালায় তাহলে সকল জিম্মিকে হত্যা করা হবে। খবর রয়টার্সের।
দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনে ৪০০ জনের বেশি যাত্রী ছিলেন। দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারের উদ্দেশে যাওয়ার সময় সেটি হামলা চালিয়েছেন সশস্ত্র বন্দুকধারীরা।
হামলাকারীরা নারী, শিশু, প্রবীন ও বেলুচিস্তানের নাগরিকদের নিরাপদে ছেড়ে দিয়ে বাকী ১৮২ জনকে জিম্মি করেছে। তাদের উদ্ধারের কোনো প্রচেষ্টা নেওয়া হলে ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। সাংবাদিকদের ইমেইল এবং টেলিগ্রামে এক পোস্ট করে এ তথ্য জানিয়েছে বিএলএ।
পাকিস্তানের পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হওয়ার তথ্য পেয়েছে তারা। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরীহ যাত্রীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না।
ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন
জেলেনস্কি, বললেন মার্কিন দূত
এনএনবি : হোয়াইট হাউজের সেই বাকবিত-ার বৈঠকের পর ক্ষমা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একথা জানিয়েছেন।
হোয়াইট হাউজের ওভাল অফিসে ওই তিক্ত বৈঠকের পর এবার সৌদি আরবে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন।
এই বৈঠক শুরুর ঠিক আগে দিয়ে সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে উইটকফ জানান ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে জেলেনস্কির চিঠি পাঠানোর কথা।
উইটকফ বলেন, “জেলেনস্কি একটি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ওভাল অফিসের গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল, ইউক্রেইন এবং ইউরোপীয়দের মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, ট্রাম্পও গত মঙ্গলবার কংগ্রেসে ইউনিয়ন অব দ্য নেশনস এর ভাষণের সময় জেলেনস্কির চিঠি পাওয়ার কথা বলেছিলেন। তবে তাতে ক্ষমা চাওয়ার কোনও কথা ছিল কিনা তা জানাননি তিনি।
এবার বিশেষ মার্কিন দূত উইটকফ যে চিঠির কথা বললেন, সেটি কি ট্রাম্পের উল্লেখ করা সেই চিঠি না-কি নতুন কোনও চিঠি পৌঁছেছে হোয়াইট হাউজে, তা খোলসা করেননি।
ওভাল অফিসে দুই ট্রাম্প ও জেলেনস্কির যে নজিরবিহীন বাকবিত-ার বৈঠক হয়েছিল তা নিয়ে আগেই মুখ খুলেছিলেন জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দুঃখপ্রকাশও করেন তিনি। তর্কাতর্কির ঘটনায় তিনি ‘অনুতপ্ত’ বলেও জানান। যদিও তার পোস্টে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ ছিল না।
তাছাড়া, ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে জানতে চেয়ে জেলেনস্কির মুখপাত্রর সঙ্গে যোগাযোগ করে। জেলেনস্কির এই শীর্ষ সহযোগী মিখাইলো পোদোলিয়াক এর আগে ফরাসি একটি পত্রিকাকে বলেছিলেন, তার বস ক্ষমা চাইবেন না।
Leave a Reply