কাগজ প্রতিবেদক ॥ নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও উইমেন উইথ ডিজএবিলিটিজ এন্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (ডউউঋ) এর সহযোগিতায় কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। গতকাল সকাল ১০টায় কুষ্টিয়ার নিশান মোড়ে প্রতিবন্ধী নারীদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থাকেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গিয়াস উদ্দিন, কবি ও কলামিস্ট রফিকুল্লাহ্ কালবী, শোমসপুর আবু তালিব ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যাপক আহসান হাবিব স্বপন, বর্তমান অধ্যাপক আসমা খাতুন প্রমুখ। সমাবেশ শেষে নিকুঞ্জের নিজ কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন অধ্যাপক গিয়াস উদ্দিন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষক ড. প্রফেসর কামরুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফেরদৌস নাজনীন সুমনা। নিকুঞ্জের পরিচালক ফেরদৌসী বেগম রুবির সঞ্চালনায় আরও বক্তৃতা করেন কবি ও কলামিস্ট রফিকুল্লাহ্ কালবী, কর্তব্য ভলান্টারি অর্গানাইজেশনের সহসভাপতি আজাদুর রহমান, নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার সদস্য মাহফুজা আক্তার ও নিকুঞ্জের এ্যাডভোকেসি অফিসার আব্দুর রাজ্জাক। বক্তাগণ তাদের আলোচনায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রতিবন্ধী নারীদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বেসরকারি সংস্থা ডউউঋ এর সহযোগিতায় ও নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে কুষ্টিয়ার বহু সংখ্যক প্রতিবন্ধী নারীকে ইতোমধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হয়েছে। সরকারি, বেসরকারি অন্যান্য সংস্থার পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গ তাদের সাহায্যের হাত প্রসারিত করলে প্রতিবন্ধী নারীরা সমাজের মূল ধারায় ফিরতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিবন্ধী নারীদের মধ্যে ঝুড়িতে বল নিক্ষেপ ও বালিশ খেলার আয়োজন করা হয়। পরে সকল প্রতিবন্ধী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে একটি করে মগ ও ইফতারির প্যাকেড বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধীদেরকে আলাদাভাবে ইফতার সামগ্রী দেয়া হয়।
এর আগে গত ৮ মার্চ ডউউঋ ও নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে কুষ্টিয়া জেলাপ্রশাসন চত্বরে সমাবেশ ও জেলাপ্রশাসন সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠান করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলাপ্রশাসক তৌফিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রতিবন্ধী নারী-পুরুষ উপস্থিত থাকেন। অনেক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও স্ক্রাচে ভর করে অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। বিশেষ কারণে গতকালের অনুষ্ঠানটি কয়েকদিন দেরিতে অনুষ্ঠিত হওয়ায় নিকুঞ্জের পরিচালক ফেরদৌসী বেগম রুবি দুঃখ প্রকাশ করেন।
Leave a Reply