এনএনবি : রাশিয়ার কুর্স্ক অঞ্চলে কয়েক হাজার ইউক্রেইনীয় সেনাকে ঘিরে ফেলতে বড় ধরনের অভিযানে থাকা রুশ বাহিনী আরও সাফল্য পেয়েছে বলে জানা গেছে। ইউক্রেইনীয় বাহিনীকে রাশিয়ার মাটি থেকে তাড়িয়ে দিতে অথবা তাদের আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টায় প্রচ- আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা।
রাশিয়াপন্থি যুদ্ধ ব্লগাররা জানিয়েছেন, সোমবার রুশ বাহিনী আরও অগ্রগতি লাভ করেছে।
গত বছরের আগস্টে কয়েক হাজার ইউক্রেইনীয় সেনা উত্তর সীমান্ত অতিক্রম করে রাশিয়ার কুর্স্ক অঞ্চলের প্রায় ১৩০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয়। ভবিষ্যৎ আলোচনায় দরকষাকষির সুযোগ তৈরি করতে ও রাশিয়াকে ইউক্রেইনের পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতে এই আক্রমণ চালানো হয়েছে বলে তখন কিইভ জানিয়েছিল।
কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি রুশ সেনারা পাল্টা হামলা চালিয়ে কুর্স্কের অন্তত ৮০০ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করে। আর সম্প্রতি বাকি এলাকা পুনরুদ্ধারে বিভিন্ন দিক থেকে বড় ধরনের অভিযান শুরু করে। এই অভিযানের মুখে কুর্স্কে থাকা ইউক্রেইনীয় বাহিনী তাদের মূল সরবরাহ লাইন থেকে এবং দেশে ফিরে যাওয়ার সম্ভাব্য পথগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকির মুখে পড়েছে।
দুইজন গুরুত্বপূর্ণ যুদ্ধ ব্লগার জানিয়েছেন, রুশ বাহিনী ইভাশকভস্কি এলাকা পুনরুদ্ধার করার পর অন্তত সাত দিক থেকে তথাকথিত ‘সৌভরন’ এর দিকে এগিয়ে যাচ্ছে।
ইউক্রেইনে জন্মগ্রহণকারী কিন্তু রাশিয়পন্থি সামরিক ব্লগার ইউরি পোদোলিয়াকা জানিয়েছেন, রুশ বাহিনী এত দ্রুত অগ্রসর হচ্ছে যে তিনি সবগুলো ঘটনার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না আর কুর্স্কের বিভিন্ন পকেটে ইউক্রেইনীয় বাহিনী আটকা পড়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ রাইবার নামে পরিচিত আরেক ব্লগার বলেছেন, “গত চার দিনে রাশিয়ার সেনারা কুর্স্কে প্রচুর এলাকা পরিষ্কার করেছে, এর আগে তারা কখনো কখনো কয়েক মাসেও এমনটি করতে পারেনি। যুদ্ধক্ষেত্রে প্রচুর ফোকর তৈরি হয়েছে।”
তিনি জানান, রাশিয়ার সেনারা কুস্র্ক থেকে ইউক্রেইনে যাওয়ার প্রধান সড়কগুলো বন্ধ করতে ইউক্রেইন সীমান্তের ভেতরে ঢুকে পড়ছে।
রাশিয়ার স্পেশাল ফোর্সের সেনারা একটি আন্তঃমহাদেশীয় গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে প্রায় ১৫ কিলোমিটার হেঁটে এসে কুর্স্কের সুদঝা শহরের পেছন দিকে উপস্থিত হয়ে ইউক্রেনীয় বাহিনীকে হতভম্ব করে দেয়। এরপর রোববার রাশিয়ার সেনারা কুর্স্কের আরও তিনটি এলাকা পুনরুদ্ধার করে।
Leave a Reply